মোঃ জিয়াউল ইসলাম
জলবায়ু সহনশীল জনগোষ্ঠী তৈরীর লক্ষ্যে পাথরঘাটায় খ্রিস্টান কমিশন ফর ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ (সিসিটিভি) অবৈধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বেলা সাড়ে ১১ টার সময় উপজেলা পরিষদ সভাকক্ষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাথরঘাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব মোস্তফা গোলাম কবির।
পাথরঘাটায় সিসিডিবির প্রকল্প অবহিতকরন সভা অনুষ্ঠিত সিসিসিডিবির পাথরঘাটা উপজেলা সমন্বয়কারী সু্ব্রত মিস্ত্রী এর উপস্থাপনায়, পাথরঘাটা উপজেলা নির্বাহী অফিসার মোঃ রোকনুজ্জামান খান সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, পাথরঘাটা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাফিজুর রহমান সোহাগ, পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনোয়ার, পাথরঘাটা হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ মোঃ নাসির উদ্দিন, পাথরঘাটা সদর ইউপি চেয়ারম্যান মোঃ আলমগীর হোসেন, পাথরঘাটা প্রেসক্লাবের সাবেক সভাপতি মির্জা শহিদুল ইসলাম খালেদ, সহ-সভাপতি মোঃ জাফর ইকবাল, সাবেক সাধারণ সম্পাদক মোঃ ইমাম হোসেন নাহিদ।
সিসিডিবি পাথরঘাটা উপজেলা সমন্বয়কারী সুব্রত মিস্ত্রী জানান, স্বাধীনতার পর থেকে অদ্য পর্যন্ত সিসিডিবি দেশের ২৮টি জেলায় দারিদ্রতা নিরসন, খাদ্য নিরাপত্তা, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা, দুর্যোগে জরুরী সহায়তা ও ত্রান সরবরাহসহ পুনর্বাসন প্রকল্পের বিভিন্ন উন্নয়নমলক প্রকল্প বাস্তবায়ন করে আসছে।
তিনি সিসিডিবি-জলবায়ু পরিবর্তন প্রকল্পের পাথরঘাটায় বাস্তবায়িত বিভিন্ন কাজের বর্ননা দেন।
মন্তব্য