সাজেকের উদয়পুর দূর্গম এলাকার বাসিন্দাদের চিকিৎসাসেবা ও - বিনামূল্যে ১২০ জন রোগীর মাঝে ঔষুধ বিতরণ করেছে সেনাবাহিনীর ৩৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেডের আওতাধীন ২০ ইসিবি।
সোমবার সকাল ১১টায় উদয়পুর ২০ ইসিবি ক্যাম্প সংলগ্ন হ্যালিপ্যাডে চিকিৎসাসেবা প্রদান করেন মেজর নাসির উদ্দিন। এর আগের দিন রবিবার দূর্গম ৯টি পাড়ার এলাকার স্থানীয় দরিদ্র এক হাজার শীতার্ত লোকের মাঝে কম্বল বিতরণ করেন ২০ ইসিবির প্রকল্প কর্মকর্তা মেজর এইচ এম ইকরামুল হক।
চিকিৎসাসেবা গ্রহনকারী উদয়পুর এলাকার বাসিন্দা ইন্দ্র চাকমা (৪৫), কল্পনা চাকমা (২৫) ও সোহেলী চাকমা (২৫) জানান, সাজেক পর্যটন এলাকাসহ পুরো উদয়পুর এলাকায় চিকিৎসা নেয়ার মত কোন জায়গা নেই। এখানে সেনাবাহিনীর চিকিৎসাসেবা ও ঔষধ বিতরণ স্থানীয়দের অনেকে উপকার হয়েছে।
দুরহাবাছড়া এলাকার পাড়া প্রধান (কার্বারী) শান্তিময় চাকমা জানান, দূর্গম উদয়পুর এলাকায় যাত্রীবাহি গাড়ি চলেনা। কেউ অসুস্থ হলে ৩০-৪০ কি.মি পথ পাড়ি দিয়ে মাচালং গিয়ে চিকিৎসা নিতে যেতে হয়। এখন শীত বেশি পড়ছে এমন সময় সেনাবাহিনীর কম্বল বিতরন ও চিকিৎসাসেবা ঔষধ বিতরন করায় স্থানীয় দরিদ্র মানুষ অনেক উপকৃত হয়েছে।
২০ইসিবির প্রকল্প কর্মকর্তা মেজর এইচ এম ইকরামুল হক জানান, তীব্র শীতের কারণে দূর্গম স্থানীয় জনগোষ্ঠীর সমস্যার কথা বিবেচনা করে কম্বল বিতরন ও চিকিৎসাসহ বিনামূল্য ঔষদ বিতরন করা হয়েছে।
মন্তব্য