শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪
 

লক্ষ্মীপুরে মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রি করায় তিন ফার্মেসীকে ৮০ হাজার টাকা অর্থদণ্ড

অনলাইন ডেস্ক
প্রকাশ: ৭ ফেব্রুয়ারী ২০২৪

---

লক্ষ্মীপুরের রায়পুরে মেয়াদোত্তীর্ণ ঔষধ রাখার দায়ে তিন ফার্মেসী মালিকের ৮০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (৭ই ফেব্রুয়ারী) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সম্মুখে এই জরিমানা আদায় করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মনিরা খাতুন। এসময় ভোক্তা অধিদপ্তরের সহ-পরিচালক নুর হোসেনসহ দুইজন পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।

এসময় মেসার্স এস জাহান ফার্মেসীকে ৩০ হাজার। আনোয়ারা ফার্মেসীকে ২০ হাজার ও মেসার্স এস এস কে সানি ফার্মেসীকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট মনিরা খাতুন বলেন, তিনটি ফার্মেসীতেই ২০২১ সালের আগে ও পরের মেয়াদ শেষ হওয়া ঔষধ পাওয়া গেছে।
মেয়াদোত্তীর্ণ ঔষধ রাখার দায়ে দুটি ঔষধ বিক্রয়কারী প্রতিষ্ঠানকে ৩০ হাজার করে ষাট হাজার ও একটিকে ২০ হাজার টাকাসহ সর্বমোট ৮০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon