রবিবার, ২৪ নভেম্বর ২০২৪
 

ফেইসবুকে ভারতীয় নারী পরিচয়ে কথা বলে প্রতারণা, ডিবির হাতে আটক

মাহবুবুর রহমান জিসান
প্রকাশ: ১৭ ফেব্রুয়ারী ২০২৪

---

মোঃ মিনহাজ আলম
ঠাকুরগাঁও প্রতিনিধিঃ

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে নারীর ছবি ব্যবহার করে ভুয়া অ্যাকাউন্ট খুলে ভারতীয় নারী পরিচয়ে বিভিন্ন ব্যক্তিবর্গের ফেসবুক আইডিতে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে তাদের নানা ভাবে প্রলুব্ধ করে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগে আজিম খান বিদ্যুৎ (৩৭) নামে এক প্রতারককে আটক করেছে ডিবি পুলিশ। প্রতারক আজিম খান বিদ্যুৎ সদর উপজেলার নিশ্চিন্তপুর এলাকার আব্বাস আলীর ছেলে।

শনিবার (১৭ ফেব্রুয়ারি) পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক।

তিনি বলেন, মেয়েদের ছবি ব্যবহার করে একাধিক ফেইসবুক আইডি ব্যবহার করে ভারতীয় নারী পরিচয়ে দেশের বিভিন্ন ব্যক্তিবর্গকে টার্গেট করে মেয়ের কন্ঠে কথা বলে সম্পর্ক তৈরি করত আজিম। পরে তাদের আপত্তিকর ছবি ও ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল করে দেওয়ার ভয় দেখিয়ে তাদের ব্ল্যাকমেল করত আজিম। হাতিয়ে নিত মোটা অংকের টাকা। বিষয়টি জেলা পুলিশের নজরে এলে অভিযোগের ভিত্তিতে তথ্য প্রযুক্তির সহায়তায় গতকাল ভোরে তার শ্বশুরবাড়ি থেকে আজিমকে আটক করে ডিবি পুলিশ। সেসময় জব্দ করা হয় প্রতারণার কাজে ব্যবহৃত ভারতীয় সিম ও মোবাইল ফোন ।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon