শনিবার, ২৩ নভেম্বর ২০২৪
 

উপজেলা পরিষদ নির্বাচন সামনে রেখে পাথরঘাটায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে প্রার্থীদের নগদ অর্থ ও ত্রান বিতরণ

অনলাইন ডেস্ক
প্রকাশ: ২০ মার্চ ২০২৪

---

মোঃ জিয়াউল ইসলাম
বরগুনা পাথরঘাটায় উপজেলা পরিষদ নির্বাচন সামনে রেখে দান-খয় রাতে তৎপর হচ্ছে প্রার্থীরা। পাথরঘাটা ৯ নং ওয়ার্ড ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ঘর মালিক ও ভাড়াটিয়াদের মাঝে নগদ অর্থ বিতরণ করেন।
পাথরঘাটা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডে নতুন বাজার (স্টিল ব্রিজের সংলগ্ন) এলাকায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে অর্থ ও ত্রাণ করতে সবর প্রার্থীরা এর আগে গত বুধবার অগ্নিকাণ্ড ঘটনার পর পর-ই ঘটনাস্থলে ছুটে যান বরগুনা -২ আসনের সংসদ সদস্য সুলতানা নাদিরা এমপি। তাৎক্ষণিক অগ্নিকান্ডের ঘটনায় ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা প্রদান করেন। তিনি ব্যক্তিগতভাবে প্রত্যেক পরিবারকে চার হাজার টাকা করে আর্থিক অনুদান প্রদান করে। এছাড়াও গত ১৪ মার্চ বরগুনা জেলাপরিষদ সদস্য মোঃ এনামুল হোসেন প্রত্যেক পরিবারকে চার হাজার টাকা করে মোট ৮৪ হাজার টাকা দান করেন ও ১৮ মার্চ রোজ সোমবার পাথরঘাটা উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ হাফিজুর রহমান সোহাগ ক্ষতিগ্রস্ত ২১ পরিবারের মাঝে পাঁচ হাজার টাকা করে ২১ পরিবারের মাঝে মোট এক লক্ষ পাঁচ হাজার টাকা অনুদান প্রদান করেন।
প্রমূখ। ক্ষতিগ্রস্ত পরিবারের তালিকা মোঃ ইউনুছ, পিতাঃ তৈয়ব আলী। হরেক মালামাল দোকান মালিক সুলতান ডিলার,মোঃ মামুন ভাই, পিতাঃ মুনিরুল ইসলাম টেইলার্স,দোকান মালিক সুলতান ডিলার,মোঃ সুলতান ডিলার, পিতা কদম আলী , মোঃ আল আমিন, পিতা মোঃ হাবিবুর রহমান,ব্যবসা চায়ের দোকান ও পান বিক্রি দোকান নিজের, মোঃ কনক পিতা মোঃ হারুন অর রশিদ, ফার্মেসি,দোকান নিজের,সঞ্জু দাদা, পিতা- দুলাল সেলুন_,দোকান মালিক সুলতান,, মোঃ রিয়াজ, পিতা মোঃ রফেজ উদ্দিন খান,ব্যবসা ফার্মেসি, দোকান মালিক সুলতান, মোঃ সুলতান, পিতা আঃ রশিদ নিজের ফ্যামিলি বাসা সহ দুটো দোকান, মোঃ ইদ্রিস সিকদার,পিতা লতিফ সিকদার হোটেল ব্যবসায়ী, দোকান মালিক হানিফ, বিবেক, পিতাঃ ডিগেন ডালি মিষ্টির দোকান মালিক গনি,মোঃ সোহাগ সিকদার
পিতা ফজলু সিকদার, দোকান মালিক জুগল ইলেকট্রনিক্স, কিটনাশক ও ভ্যরাইটিজ, দোকান মালিক মনেজ,মোঃরহিম, পিতা আহম্মদ মোল্লাচায়ের দোকান, দোকান নিজের মোঃ নেকবার,পিতা আহম্মদ মোল্লা,চায়ের দোকান নিজের, মোঃ রাসেল মিয়া, পিতা সেলিম মিয়া, হোটেল ব্যবসায়ী দোকান মালিক হুমায়ূন, জুগল,পিতা যতিন্দ্র নাত বেপারী খুচরা পান সুপারি দোকান নিজের ভাসমান অস্থায়ী দোকানসহ ২১ জন ব্যবসায়িদের মাঝে এ অনুদান প্রদান করা হয়।

এ দিকে পাথরঘাটা উপজেলা ১৯ মার্চ দুপুর ১২ টার দিকে পাথরঘাটা উপজেলা প্রশাসনের উদ্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঘর মালিককে দুই ব্যান্ডিল টিন ও ছয় হাজার টাকাসহ প্রত্যেক ভাড়াটিয়াদের মাঝে পাঁচ হাজার টাকা করে অনুদান প্রদান করে। এ সময় উপস্থিত ছিলেন পাথরঘাটা উপজেলা নির্বাহী অফিসার মোঃ রোকনুজ্জামান খান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মোকছেদুল আলম ও পাথরঘাটা পৌর আওয়ামী লীগের সেক্রেটারি এডভোকেট নাসির উদ্দিন সোহাগ।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon