শনিবার, ২৩ নভেম্বর ২০২৪
 

বাংলাদেশে শ্রমিকদের দমন পীড়ন বন্ধের আহ্বান জানিয়েছে AAFA

অনলাইন ডেস্ক
প্রকাশ: ৩০ মার্চ ২০২৪

---

মাজহারুল হাসান রাকিব, যুক্তরাজ্য প্রতিনিধি: বাংলাদেশের পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরির পরিবর্তনের দাবি জানিয়ে প্রতিবাদে নেমেছেন পোশাক শ্রমিকরা।এসব প্রতিবাদ কর্মসূচির পর শ্রমিকদের বিরুদ্ধে দমন-পীড়ন বন্ধ করার জন্য বাংলাদেশের প্রতি আহ্বান জানিয়েছে আমেরিকান অ্যাপারেল অ্যান্ড ফুটওয়্যার অ্যাসোসিয়েশন( AAFA)।

শ্রমিকদের মতে, সহিংস বিক্ষোভের জেরে অক্টোবর থেকে নভেম্বরের মধ্যে ১০০ জনেরও বেশি পোশাক শ্রমিক এবং শ্রম আইনজীবীকে কারাগারে পাঠানো হয়েছিল।

আমেরিকান অ্যাপারেল অ্যান্ড ফুটওয়্যার অ্যাসোসিয়েশন বা AAFA এর তথ্য অনুসারে আরও হাজার হাজার শ্রমিককে আটকের হুমকি দেয়া হয়েছে। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে একটি খোলা চিঠিতে, মার্কিন বাণিজ্য গোষ্ঠী এখনও আটকে থাকা বিক্ষোভকারীদের মুক্তি এবং বিক্ষোভের সময় শ্রমিকদের মৃত্যুর জন্য দায়ী সহিংসতার তদন্ত করার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে।উল্লেখ্য বাংলাদেশ বিশ্বের অন্যতম বৃহৎ পোশাক উৎপাদনকারী এবং মার্কিন বাজারে ক্রমবর্ধমান উল্লেখযোগ্য পোশাক সরবরাহকারী দেশ ।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon