মোঃ মিনহাজ আলম ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
নিখোঁজের দুদিন পর নিবিরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সকালে তার মরদেহ উদ্ধার করা হয়। জানা যায়, দোকান থেকে খরচ আনার কথা বলে বৃহস্পতিবার (১৮ এপ্রিল) দুপুরের পর বাড়ি থেকে বেরিয়ে যায় নিবির(১১)। বেরিয়ে যাওয়ার পর মা ও তার স্বজনরা বিভিন্ন জায়গায় খোঁজ নিলেও সন্ধান মিলেনি নিবিরের। পর দিনই পরিবারের পক্ষ থেকে সদর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়। এরপর আজ শনিবার (২০ এপ্রিল) ভোরে বাড়ির পাশে একটি পরিত্যক্ত গলিতে নিবিরের অর্ধগলিত মরদেহ পড়ে থাকতে দেখেন স্বজনরা। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঠাকুরগাঁও জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য এরই মধ্যে কয়েকজনকে আটক করেছে পুলিশ। নিহত নিবির ঠাকুরগাঁও জেলার সালান্দর ইউনিয়নের মাদ্রাসাপাড়া গ্রামের ওমান প্রবাসী বাবলুর রহমানের ছেলে। ওমান দম্পতির দুই সন্তানের মধ্যে নিবির ছোট। এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (ঠাকুরগাঁও সদর সার্কেল) মিথুন সরকার জানান, পুলিশ বিষয়টি তদন্ত করছে। অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে। এরই মধ্যে জিজ্ঞাসাবাদের জন্য কয়েকজনকে আটক করা হয়েছে।
মন্তব্য