গত সোমবার বেথনালগ্রীন ও স্টেপনি আসনের এমপি প্রার্থী রাবিনা খানের সমর্থনে গণসংযোগ ও মতবিনিময় সভা আয়োজন করে ফাইট ফর রাইটস ইন্টারন্যাশনাল (এফআরআই)।এফআরআই এর সভাপতি মোঃ রায়হান উদ্দিন ও সাধারণ সম্পাদক বুরহান উদ্দিনের পরিচালনায় গণসংযোগে উপস্হিত ছিলেন লিবারেল ডেমোক্রাট মনোনিত বাংলাদেশী বংশোদ্ভূত এমপি পদপ্রার্থী রাবিনা খান, বিশিষ্ট শিক্ষাবিদ ড. হাসনাথ এম হোসাইন এমবিই,
মাহবুব আলম, এম এম ইয়াজদীন, আবু সাঈদ মোহাম্মদ যাকারিয়া, শাহাব ফারহান চৌধুরী,
এডভোকেট রুকশানা আক্তার ,
মোঃ ইকবাল হোসেন, আহমদ আলী, মাহবুব হাসান মাহফুজ, আশরাফ চৌধুরী শুভ, আতিক চৌধুরী শিপলু, তোফায়েল আহমেদ, জালাল আহমদ, মোহাম্মদ আবু নাসের, তানজিম রাহিম আহমেদ হাদী, মোহাম্মদ শামসুল ইসলাম, মিলন কাজী প্রমুখ।
মন্তব্য