শনিবার, ২৩ নভেম্বর ২০২৪
 

প্রার্থীর অভিযোগে সহকারি রিটার্নিং কর্মকর্তাকে অব্যাহতি

অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৪ মে ২০২৪

---

মাহবুবুর রহমান জিসান
লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইমরান খানকে দ্বিতীয় ধাপের রায়পুর উপজেলা পরিষদ নির্বাচনের সহকারি রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তাঁর পরিবর্তে কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুচিত্র রঞ্জন দাসকে দায়িত্ব দেওয়া হয়েছে। তবে, কী কারণে নির্বাচন কমিশন এই আদেশ দিয়েছে সে ব্যাপারে কিছুই জানা যায়নি।

মঙ্গলবার (১৪ মে) নির্বাচন সচিবালয়ের উপ-সচিব মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত এক পত্রে এ আদেশ দেয়া হয়।

তবে, একটি সূত্রের দাবি, লক্ষ্মীপুর ২ আসনের এমপি ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট নুরউদ্দিন চৌধুরী নয়নের ভগ্নিপতি উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবং বর্তমান চেয়ারম্যান অধ্যক্ষ মামুনুর রশিদ উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তার সাথে মাঠে রয়েছেন সাবেক উপজেলা চেয়ারম্যান আলতাফ হোসেন হাওলাদার। এমপির ভগ্নিপতির পক্ষে বিভিন্নভাবে কাজ করার অভিযোগ উঠে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. এমরান খানের বিরুদ্ধে। তাঁর বিরুদ্ধে প্রতিপক্ষ প্রার্থী আলতাফ হোসেন হাওলাদার নির্বাচন কমিশনসহ বিভিন্ন স্থানে অভিযোগ দেন। এই অভিযোগের প্রেক্ষিতে নির্বাচন কমিশন সহকারি রিটানিং অফিসার পদ থেকে তাকে অব্যাহতি দেয়া হয়েছে বলে জানান অনেকেই।

সূত্রে জানা যায়, রায়পুর উপজেলা পরিষদ নির্বাচনে সহকারি রিটার্নিং অফিসার ইমরান খানকে দায়িত্ব থেকে সরিয়ে নেওয়া হয়েছে। একই আদেশে নতুন সহকারি রিটার্নিং কর্মকর্তা হিসেবে সুচিত্র রঞ্জন দাসকে নিয়োগ দিয়েছে নির্বাচন কমিশন।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon