মোঃ মিনহাজ আলম,
ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
ঠাকুরগাঁওয়ে পুকুরের পাড় বাঁধার সময় প্রাচীনকালের প্রায় ৩৪ কেজি ওজনের এক কষ্টিপাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার করা হয়েছে।
আজ শনিবার (২৫ মে) ঠাকুরগাঁও সদর উপজেলার বেগুনবাড়ি ইউনিয়নের পশ্চিম বেগুনবাড়ি রাজাপুকুর বাজারের, বহুপুকুর নামক স্থানে ইয়াসিন আলীর পুকুরের পাহাড় বাঁধার সময় এ মূর্তিটি পাওয়া যায়। মূর্তিটি প্রায় ৩৪ কেজি ওজনের। পরে খবর পেয়ে মূর্তিটি ঠাকুরগাঁও সদর পুলিশ তাদের হেফাজতে নিয়ে যায়।
স্থানীয় বাসিন্দা আসরাফুল হক জামালি জানান,আমাদের বহুপুকুরে একটি কষ্টিপাথরের মূর্তি পাওয়া গেছে, এটার ওজন ৩৩ কেজি ৮০০ গ্রাম। শনিবার সকাল সাড়ে এগারোটার দিকে আমার চাচা ইয়াসিন আলী প্রথমে দেখতে পান, পরে আমাদেরকে খবর দিলে আমরা পুলিশকে খবর দি, পরে পুলিশ এসে মূর্তিটি নিয়ে যায়।
ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম ফিরোজ ওয়াহিদ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। মূর্তিটি উদ্ধার করে থানা হেফাজতে রাখা হয়েছে।
মন্তব্য