মেহেদী হাসান, ক্যাম্পাস প্রতিনিধি (ঢাকা কলেজ)
সরকারি চাকরিতে কোটা ব্যবস্থার বাতিলের দাবিতে রাজধানীর সাইন্সল্যাব মোড়ে অবরোধ করছেন ঢাকা কলেজের সাধারণ শিক্ষার্থীরা।
আজ রোববার (৭ জুলাই) দুপুর ১:৪০ মিনিটের দিকে নীলক্ষেত থেকে মিছিল নিয়ে সাইন্সল্যাব মোড়ে অবস্থান নেন শিক্ষার্থীরা। এতে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। দেখা দেয় জনদুর্ভগ।
এ সময় আন্দোলনের অংশনেয়া শিক্ষার্থীরা বলেন, যতক্ষণ পর্যন্ত কোঠা বাতিল ঘোষণা করা না হবে ততক্ষণ পর্যন্ত তাদের আন্দোলন চালিয়ে যাবে। ছাত্র সমাজের দাবির প্রেক্ষিতে একটি বিশেষ শ্রেণীকে যে সুবিধা দেওয়া হচ্ছে তা বাতিল করতে হবে। অন্যথায় সারাদেশে ছড়িয়ে পড়া এই আন্দোলন আরো তিব্রতর হবে।
এর আগে কোটা সংস্কার আন্দোলনের মুখে ২০১৮ সালের সরকার নবম থেকে এয়োদশ গ্রেডে চাকরি থেকে সব ধরনের কোটা বাতিল করেছিল। এরমধ্য মুক্তিযুদ্ধের সন্তানদের জন্য ৩০ শতাংশ কোটা ও বাতিল হয়। গত পাঁচ ই জুন মুক্তিযুদ্ধ কোঠা বাতিলের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করেন হাইকোর্ট। এরপর থেকে কোটা বাতিলের দাবিতে বিভিন্ন ক্যাম্পাসে শিক্ষার্থীদের আন্দোলন শুরু হয়। কোটা বাতিলের দাবিতে দের জুড়ে প্রায় সব বিশ্ববিদ্যালয় এখন ছাত্র আন্দোলন চলছে।
মন্তব্য