রবিবার, ৮ সেপ্টেম্বর ২০২৪
 

দেশের দ্বিতীয় বৃহত্তম মৎস্য অবতরণ কেন্দ্র আড়ৎদার মালিক সমিতির নির্বাচন সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৩ জুলাই ২০২৪

ছবি: যুগের কন্ঠস্বর

মো.জিয়াউল ইসলাম

বরগুনার পাথরঘাটায় দেশের দ্বিতীয় বৃহত্তম মৎস্য অবতরণ কেন্দ্র আড়ৎদার সমিতির নির্বাচন  সম্পন্ন হয়েছে এতে সভাপতি পদে মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন জমাদ্দার সভাপতি ও আলম মোল্লা সহ-সভাপতি নির্বাচিত হয়।

বরগুনার পাথরঘাটায় বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম মৎস্য অবতরণ কেন্দ্র অবস্থিত। দক্ষিণ  অঞ্চলের অর্থনীতির চাকা বললেই চলে এখানে চড়াই উৎরাই পেরিয়ে ১৩ জুলাই রোজ শনিবার আড়ৎদার  সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়। খুব জাঁকজমকপূর্ণভাবে সকাল আটটা থেকে দুপুর একটা পর্যন্ত বিরতিহীনভাবে গ্রহণ চলে। নির্বাচন শেষে এক ঘন্টার ভিতরে ভোট গণনা করে ফলাফল ঘোষণা করা হয়।  এ নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন পাথরঘাটা উপজেলা নির্বাহী অফিসার রোকনুজ্জামান খান। পাথরঘাটা বিএফডিসি আরবদার সমিতির মোট সাতটি পদের ভিতর মোট ছয়টি পদের নির্বাচন অনুষ্ঠিত হয়। সাধারণ সম্পাদকের পদের নির্বাচন  উপর আদালতের নিষেধাজ্ঞা থাকায় নির্বাচন করা সম্ভব হয়নি।  পাথরঘাটা বিএফডিসি আড়ৎদার মালিক সমিতির সরকারের নিবন্ধিত একটি প্রতিষ্ঠান যার স্মারক নম্বর:০৫.১০,০৪৮৫,০০৪,০৪,০০১,২৪-৫১৭এ নির্বাচন তিন বছর পর পর অনুষ্ঠিত হয়ে থাকে  পাথরঘাটা বি.এফ.ডি.সি. মৎস্য আড়ৎদার মালিক সমিতি এর ত্রি-বার্ষিক নির্বাচন-২০২৪ এর চূড়ান্ত ফলাফল- সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন জনাব জাহাঙ্গীর হোসেন জমাদ্দার তার ভোট সংখ্যাত ছিল। ৩৯টি  (ইলিশ মাছ প্রতীক) তার নিকটতম প্রার্থী ছিল সাবেক সভাপতি নুরুল আমিন মুন্সি তা প্রাপ্ত ভোট সংখ্যা ছিল ৩৩( চেয়ার প্রতীক), সহসভাপতি হিসেবে নির্বাচিত হন আলম মোল্লা তার প্রাপ্য ভোট সংখ্যা ছিল ৪২ বিয়াল্লিশ (দেয়াল ঘড়ি প্রতীক) নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন মোঃ মারুফ হোসেন তার ভোট সংখ্যা ২৯ টি (দোয়াত কলম প্রতীক)  সম্পাদক

মোঃ মহিউদ্দিন খান (হিরু)তার প্রাপ্ত ভোট সংখ্যা ৫৪ পেয়ে সহ-সাধারণ নির্বাচিত হন (তলোয়ার প্রতীক)।তার নিকারতম প্রার্থী ছিলেন মোঃ জহিরুল কবির সিকদার তার প্রাপ্ত ভোট সংখ্যা ২০ টি  (কুড়াল প্রতীক) সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন মোঃ নাজমুল হাসান ৪১ টি (প্রতীক আম) তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ হেমায়েত হোসেন (ভুট্টো) তার প্রাপ্ত ভোট সংখ্যা ৩৩ টি ( প্রতীক কাঁঠাল)।  কোষাধ্যক্ষ হিসাবে নির্বাচিত হন মোঃ নিজাম উদ্দিন তার প্রাপ্ত ভোট সংখ্যা ৪২ টি (প্রতীক চশমা) তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ ফারুক হোসেন কাপ-প্রিচ প্রতীক নিয়ে ভোট সংখ্যা ৩৩। প্রচার ও দপ্তর হিসাবে নির্বাচিত হন মোঃ মোশারেফ হোসেন গাজী তার প্রাপ্ত ভোট সংখ্যা ৫১টি  (প্রতীক মাইক)তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ সোহাগ মিয়া তার  প্রাপ্ত ভোট সংখ্যা ২৪টি

(প্রতীক বাঘ) এই নির্বাচনে আরও দায়িত্ব পালন করেন

বাবুরাম কর্মকার নির্বাচন কমিশনার-১,মোঃ আঃ রব নির্বাচন কমিশনার-২, বিএফডিসি মৎস্য আড়ৎদার মালিক সমিতি বিএফডিসি মৎস্য আড়ৎদার মালিক সমিতি।

মন্তব্য

পঠিতসর্বশেষ

এলাকার খবর

Developed By: Dotsilicon