শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪
 

কোটা সংস্কারের দাবিতে রায়পুর পশ্চিমাঞ্চলের সাধারন শিক্ষার্থীদের মানববন্ধন

মাহবুবুর রহমান জিসান
প্রকাশ: ১৮ জুলাই ২০২৪

 হায়দারগঞ্জ বাজারে অনুষ্ঠিত মানববন্ধন ছবি: যুগের কন্ঠস্বর

মাহবুবুর রহমান জিসান

লক্ষ্মীপুর, জেলা প্রতিনিধি: বৈষম্য বিরোধী ছাত্র সমাজের পূর্ব ঘোষিত কর্মসূচি কমপ্লিট শাটডাউনে সমর্থন জানিয়ে বৃহস্পতিবার সকাল ৯ টায় লক্ষ্মীপুরে রায়পুর উপজেলার পশ্চিমাঞ্চল শিক্ষার্থীদের ব্যানারে মানববন্ধন ও মিছিল করেছেন স্কুল-কলেজের শিক্ষার্থীরা।

হায়দারগঞ্জ তাহিরিয়া আর এম কামিল মাদ্রাসার সামনে থেকে শুরু হওয়া এই মিছিলে অংশ নেয় উপজেলার কয়েকটি স্কুল-কলেজের শতশত শিক্ষার্থী,মিছিলটি হায়দারগঞ্জ বাজার প্রদক্ষিণ করে রোকেয়া হাসমতন্নেছা বালিকা স্কুল এন্ড কলেজের সামনে এসে শেষ হয়।

এসময় শিক্ষার্থীদের মুখে সরকারি চাকুরিতে মুক্তিযুদ্ধ কোটা সংস্কারের বিভিন্ন স্লোগান শোনা যায়,এছাড়া ঢাকা সহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় আন্দোলনরত শিক্ষার্থীদের উপর পুলিশ ও ছাত্রলীগের হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। শিক্ষার্থীরা অনতিবিলম্বে কোটা সংস্কার ও আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলা বন্ধের দাবি জানায়,,

এ সময় মানববন্ধনে উপস্থিত ‘আসাদুজ্জামান বকাউল’ এক শিক্ষার্থী যুগের কণ্ঠস্বর’কে জানায় ‘কোন রাজনৈতিক দলের ছত্রছায়ায় নয় একজন শিক্ষার্থী হিসেবে আন্দোলনে যোগ দিয়েছি কয়েকদিন ধরে সারাদেশে সরকার সমর্থিত সংগঠন ও প্রশাসন যেভাবে সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা করেছে আমি তার তীব্র নিন্দা ও  প্রতিবাদ জানাই সরকারের উচিত শিক্ষার্থীদের যুক্তির দাবি গুলো মেনে নেওয়া এবং মেধাবীদের গুরুত্ব দেয়া শিক্ষার্থী হিসেবে আমরা সংঘাত চাই না শান্তি চাই’

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon