শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪
 

রায়পুরে নবীন শিক্ষার্থীদের বরণ করলো ইসলামী ছাত্রশিবির

মাহবুবুর রহমান জিসান
প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৪

উপস্থিত ছাত্রশিবিরের নেতৃবৃন্দ। ছবি: যুগের কন্ঠস্বর

মাহাবুবুর রহমান জিসান: লক্ষ্মীপুর প্রতিনিধি।

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির লক্ষ্মীপুরের রায়পুর সরকারি কলেজ শাখার উদ্যোগে এসএসসি ও দাখিলে উত্তীর্ণ শিক্ষার্থীদের নিয়ে নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সকালে পৌর শহরের ফুড সিটি চাইনিজ রেস্টুরেন্ট

মিলনায়তনে এ নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে। এ সময় রায়পুর সরকারি কলেজ এর ১২০ জন শিক্ষার্থীকে সংবর্ধনার মাধ্যমে  বরণ করা হয়।

কলেজ সভাপতি রাকিব হোসাইন এর সভাপতিত্বে  প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের লক্ষ্মীপুর জেলা শাখার সভাপতি মনির হোসাইন।

বিশেষ অতিথি ছিলেন,  লক্ষ্মীপুর জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি ফজলুল করিম, সাইফ রাকিব, ছাত্রশিবির লক্ষ্মীপুর জেলা শাখার অফিস সম্পাদক আরমান হোসাইন, উত্তর সাথী শাখার সভাপতি হযরত আলী সহ কলেজ শিবিরের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে মনির হোসাইন বলেন, বড় হতে হলে বড় বড় মানুষদের মতো স্বপ্ন দেখতে হবে। নৈতিকতার জ্ঞান অর্জন করে সৎ, দক্ষ ও দেশপ্রেমিক নাগরিক হতে হবে। একজন মুসলিম শিক্ষার্থী হিসেবে কুরআন এবং হাদিসের জ্ঞান রাখতে হবে। বর্তমান পৃথিবীতে বুদ্ধিবৃত্তিক জ্ঞানের সাথে নিজেদের ঢেলে সাজাতে হবে। তাহলেই নিজেকে একজন আদর্শ মানুষ হিসেবে গড়তে পারবে।

মন্তব্য

পঠিতসর্বশেষ

এলাকার খবর

Developed By: Dotsilicon