মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪
 

বিশ্ববিদ্যালয় দাবিতে সাইন্সল্যাব অবরোধ সাত কলেজ শিক্ষার্থীদের

অনলাইন ডেস্ক
প্রকাশ: ২১ অক্টোবর ২০২৪

---

মেহেদী হাসান, ঢাকা কলেজ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত থেকে মুক্ত হয়ে একটি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে রাজধানী নীলক্ষেত ও সাইন্সল্যাব মোড় অবরোধ করেছেন অধিভুক্ত সাত কলেজের সাধারণ শিক্ষার্থীরা। এতে সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। আজ সোমবার ( ২১ অক্টোবর) সাত কলেজ শিক্ষার্থীদের স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় দাবিতে সাইন্সল্যাব মোর তীব্র যানজটে পড়ে আছেন সাধারণ যাত্রীরা! প্রেক্ষাপটে দেখা যায়, নীলক্ষেত মোড়ে কিছু শিক্ষার্থী অবস্থান নিয়েছেন। তারা বিভিন্ন দিক থেকে আসা যানবাহনগুলো ফিরিয়ে দিচ্ছেন। জরুরী যানবাহন ছাড়া কিছুই ছাড়ছেন না আন্দোলনকারী শিক্ষার্থীরা। তারা বলছেন এম্বুলেন্স, ফায়ার সার্ভিস অর্থাৎ দেশের যেকোনো জরুরী সেবা অবশ্যই ছেড়ে দেবেন। শিক্ষার্থীদের অবরোধের কারণে নীলক্ষেত থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়, পলাশী মোড়, আজিমপুর বাস স্ট্যান্ড, সাইন্সল্যাব, আজিমপুর কবরস্থানের দিকে সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। সাত কলেজ আন্দোলনের অন্যতম কবি নজরুল সরকারি কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী রায়হান বলেন, আমাদের ৭টি কলেজ দীর্ঘদিন থেকে বৈষম্যের শিকার। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীন থেকে বের হয়ে আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে যেতে চাই না। আমরা এই বৈষম্য থেকে বের হয়ে একটি স্বতন্ত্র প্লাটফর্ম চাই। সেটা হবে একটি বিশ্ববিদ্যালয়। এই দাবি নিয়ে আমরা আজ অবরোধ করেছি। সাত কলেজকে একটি স্বতন্ত্র প্লাটফর্মে রূপ দিতে কোনো কমিটি বা কমিশন গঠন করার আশ্বাস দিলে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেবেন বলেও জানান তিনি।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon