বুধবার, ২৩ অক্টোবর ২০২৪
 

পাথরঘাটা প্রেসক্লাবে হামলা, বিএনপির নিউজ বয়কটের ঘোষণা

অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৪

---
নিজস্ব সংবাদদাতা
বরগুনার পাথরঘাটা প্রেসক্লাবে একাধিকবার হামলা ও প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদকে হুমকি দেয়ার অভিযোগ উঠেছে বিএনপির একাধিক নেতার বিরুদ্ধে। এর প্রতিবাদে বুধবার দুপুর থেকে অনির্দিষ্টকালের জন্য বিএনপির সকল ধরনের সংবাদ কভারেজ না করার ঘোষণা দিয়েছে পাথরঘাটা প্রেসক্লাব, পাথরঘাটা উপজেলা প্রেসক্লাব ও পাথরঘাটা রিপোর্টার্স ইউনিটির সদস্যরা। বিষয়টি নিশ্চিত করেছেন পাথরঘাটা প্রেসক্লাবের সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী।

জানা যায়, পাথরঘাটায় কথিত বিএনপি নেতা ও পাথরঘাটা প্রেসক্লাবের সংবিধান এবং শৃঙ্খলা বিরোধী বিভিন্ন কর্মকান্ডের দায়ে পাথরঘাটা  প্রেসক্লাব থেকে সদ্য আজীবনের জন্য বহিষ্কৃত সদস্য জাকির হোসেন খানের ইন্ধনে বিএনপির একাধিক নেতারা পাথরঘাটা প্রেসক্লাবে এসে একাধিকবার হামলা চালায়। সবশেষ বুধবার সকাল সাড়ে দশটার দিকে প্রেসক্লাব সংশ্লিষ্ট কার্যক্রম চলাকালীন প্রেসক্লাবের ভিতরে প্রবেশ করে সাধারণ সম্পাদক জাফর ইকবালের নাম ফলক ভেঙ্গে ফেলে ও অকথ্য ভাষায় গালিগালাজ করে। তখন ঘটনাস্থলে উপস্থিত প্রেসক্লাবের সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী প্রতিবাদ করলে তাকেও অকথ্য ভাষায় গালিগালাজ করে দেখে নেয়ার হুমকি দেয় বিএনপি নেতার।

পাথরঘাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাফর ইকবাল জানান, পাথরঘাটা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির নির্বাচনে আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন জাকির হোসেন খান। তখন আ’লীগ প্রভাব খাটিয়েও জয়লাভ করতে না পারায় আমার বিরুদ্ধে নানা ভাবে ষড়যন্ত্র করছে। এর ধারাবাহিকতায় ৫ আগস্টের পট পরিবর্তনের পর থেকে আমার বিরুদ্ধে নতুন করে অসত্য অপবাদ দিয়ে পাথরঘাটা উপজেলা বিএনপির কতিপয় লোকজনকে ভুলবুঝিয়ে হয়রানি করাসহ বারবার আমাকে শারীরিক ভাবে লাঞ্চিত করার চেষ্টা করে।

পাথরঘাটা উপজেলা বিএনপির আহবায়ক চৌধুরী মো. ফারুক জানান, সাংবাদিকদের সাথে একটি ভুল তথ্যের ভিত্তিতে ভুল বোঝাবুঝি হয়েছে। বিষয়টি নিয়ে সাংবাদিকদের নিয়ে বসে সমাধানের চেষ্টা চলছে। যারা এই ঘটনার সাথে সম্পৃক্ত তাদের বিরুদ্ধেও সাংগঠনিক ব্যাবস্থা নেয়া হবে।

পাথরঘাটা প্রেসক্লাবের সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী জানান, আমার সামনেই সাধারণ সম্পাদক কে লাঞ্ছিত করা হয়েছে। গুটিকয়েক লোকের জন্য বিএনপি’র দুর্নাম হচ্ছে। এদের লাগাম টেনে ধরা উচিত। তাছাড়া এর সুরাহা না হওয়া পর্যন্ত বিএনপি এবং তাদের অঙ্গসংগঠনের সকল সংবাদ পাথরঘাটার সাংবাদিকরা বর্জন করেছে।

পাথরঘাটা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মেহেদী হাসান জানান ঘটনার পর পাথরঘাটা প্রেসক্লাবে গিয়ে বিষয়টি সম্পর্কে অবগত হয়েছি।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon