মেহেদী হাসান, ঢাকা কলেজ
সারাদেশে একযোগ ৯টি কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষার সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রে অপেক্ষারত এক অভিভাবকের হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে।
আজ শুক্রবার ২৫ অক্টোবর পরীক্ষা চলাকালীন সময়ে বিশ্ববিদ্যালয়টির মুহসীন হল সংলগ্ন বসুনিয়া তোরণ এর কাছে এই ঘটনা ঘটে বলে খবর পাওয়া গেছে। তবে তার নাম পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিশ্ববিদ্যালয়টির প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ যুগের কণ্ঠস্বর নিউজকে এ তথ্য জানিয়েছেন।
প্রত্যক্ষদর্শী তথ্য মতে জানা গেছে, তিনি তার মেয়েকে পরীক্ষার হলে রেখে বাইরে (মুহসীন হল মাঠের পাশে) বসুনিয়া তোরণ এর কাছে অপেক্ষা করছিলেন। হঠাৎ হৃদরোগে আক্রান্ত হন তিনি। আশেপাশের মানুষ মেডিকেলে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
জানা গেছে, পরীক্ষার্থী শিক্ষার্থীর নাম আরোয়া তাবাসসুম। তিনি ২০২৩-২৪ সেশনের কৃষি গুচ্ছ পরীক্ষায় অংশগ্রহণ করেছেন। তার মায়ের (মৃত) নাম শামীম আরা বেগম। তাদের স্থায়ী ঠিকানা জানা না গেলেও বর্তমানে তারা মিরপুর ১৩ নম্বরে থাকতেন।
মন্তব্য