শনিবার, ১ ফেব্রুয়ারী ২০২৫
 

সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগ নিষিদ্ধ হওয়ায় ঢাকা কলেজ হলপাড়ায় গরু নিয়ে আনন্দ মিছিল,

অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৪

 ---

মেহেদী হাসান, ঢাকা কলেজ
শনিবার রাতে ঢাকা কলেজ হল পাড়ায় গুরু ও খাসি ভোজ এবং রঙ উৎসবের আয়োজন করা হয়েছে। উক্ত আয়োজনকে কেন্দ্র করে, সাধারণ শিক্ষার্থীরা গরু ও খাসিকে নিয়ে আনন্দ মিছিল, বিভিন্ন স্লোগানের তারা আতিকা আপুর জন্মদিন, সাদ্দাম ভাই আসছে ডাইনিং কাঁপছে, জসিম ভাই আসছে ডাইনিং কাপছে,

এ সময় আরো শুনতে পাওয়া যায়, কুলখানি ভাই কুলখানি, ছাত্রলীগের কুলখানি, উৎসব ছাত্র জনতা বলেন, দীর্ঘ কয়েক বছর এদেশের মানুষ বঞ্চনার শিকার হয়েছে এই কুখ্যাত সন্ত্রাস লীগের ধারা ‌। তাই এখন সবাই সন্ত্রাস লীগ নিষিদ্ধ হয় স্বাধীনভাবে কথা বলতে পারে।
ঢাকা কলেজের ম্যানেজমেন্ট বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী মিরাজ বলেন, কুখ্যাত সন্ত্রাসলিক বাতিল হওয়ায় আমরা আজ আনন্দিত। তাই সবাই মিলে তাদের কুলখানিতে আমরা মেতে উঠেছি।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon