শনিবার, ১ ফেব্রুয়ারী ২০২৫
 

ফের সংবাদ সম্মেলন সাত কলেজ শিক্ষার্থীদের

অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৪

সাত কলেজ শিক্ষার্থীদের  সংবাদ সম্মেলন
মেহেদী হাসান, ঢাকা কলেজ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি ৭ কলেজের শিক্ষার্থীরা দীর্ঘদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বঞ্চনার শিকার হয়ে বর্তমানে তারা স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয় দাবি তুলছেন।
আজ শনিবার (২৬ অক্টোবর) বিকেল ৩ ঘটিকার সময় ঢাকা কলেজ অডিটোরিয়ামে বিশ্ববিদ্যালয়ের দাবিতে সাত কলেজ শিক্ষার্থীদের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
২০১৭ সালে জাতীয় বিশ্ববিদ্যালয় আওতাভুক্ত সরকারি সাতটি কলেজ কে ঢাকা বিশ্ববিদ্যালয় আওতাভুক্ত করা হয়। সে সময় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষার্থীদের দাবির মুখে পড়ে সাতটি কলেজ কে ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত করেন। অধিভুক্ত হওয়ার পর থেকে শিক্ষার্থীরা বিভিন্ন বঞ্চনার শিকার হয়েছেন। তারা বলেন তাদের একাডেমিক কার্যকলাপ থেকে শুরু করে, পরিবহন ব্যবস্থা, হল ব্যবস্থা, প্রশাসন ব্যবস্থা এমনকি নেই কোন বিশ্ববিদ্যালয়ের কোন নজরদারি। একের পর এক সেশন জোটে পড়ে থাকেন এই সাত কলেজ ভুক্তভোগী শিক্ষার্থীরা।
তাদের এখন দাবি তারা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বের হয়ে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের।
এ সময় তারা বর্তমান সরকারের রীতি নির্ধারক ও ইউজিসিকে তিন দিনের আল্টিমেটাম দেন। যদি তিন দিনের আল্টিমেটাম সম্পূর্ণ করতে না পারেন ফের তাদের আন্দোলন আবারো রাজপথে হবে বলে জানান।
এ সময় ৭ কলেজ সমন্বয় টিমের অন্যতম সদস্য মোসাম্মদ সাবরিনা বলেন, আমাদের দাবি মেনে নেওয়া না হলে ফের রাজপথে আন্দোলন শুরু হবে। তবে এই আন্দোলন কোন ত্রিপক্ষীয় নয় এটা সম্পূর্ণ শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় করার দাবি।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon