মেহেদী হাসান, ঢাকা কলেজ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি সাত কলেজ শিক্ষার্থীরা স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়ের দাবিতে সাইন্সল্যাব মোড় অবরোধ করে রেখেছেন।
মঙ্গলবার (২৯ শে অক্টোবর) দুপুর ১২ঃ৩০ মিনিট ঢাকা কলেজের প্রধান ফটক থেকে শুরু করে হলপাড়া হয়ে নাঈমের গলি দিয়ে সাইন্সল্যাব মোড় অবরোধ করেন সাত কলেজ শিক্ষার্থীরা। এ সময় পুরো এলাকায় যান চলাচল বন্ধ রয়েছে।
দেখা যায় সাত কলেজ শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগানে, শিক্ষা নিয়ে বাণিজ্য, মানিনা, মানবো না, আর নয় দাসত্ব, হতে চাই স্বতন্ত্র, অধিভুক্ত না, মুক্তি মুক্তি, ঢাবির জায়গায় ঢাবি থাক, ৭ কলেজ মুক্তি পাক, নিপীড়ন নাকি অধিকার, অধিকার অধিকার, প্রশাসনের প্রহসন, মানিনা মানব না প্রমুখ স্লোগান দিতে দেখা যায় সাত কলেজের সাধারণ শিক্ষার্থীদের।
এ সময় পরিদর্শন করে দেখা যায়, আইনশৃঙ্খলা রক্ষাকারী সদস্যরা রয়েছেন চতুর্দিকে সতর্ক অবস্থানে।
প্রসঙ্গত, বিশ্ববিদ্যালয় কমিশন গঠনের দাবিতে পূর্বঘোষিত `সায়েন্সল্যাব শাটডাউন’ কর্মসূচি বেলা ১১ টায় শুরু হওয়ার কথা থাকলেও বেলা ১২:৩০ থেকে শুরু হয় । মূলত, গত এক সপ্তাহের বেশি সময় ধরে ঢাবি অধিভুক্ত সাত কলেজের শিক্ষা সংকট দূর করার জন্য আন্দোলন করছেন সাত কলেজের শিক্ষার্থীরা। কলেজসমূহ হল: ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, বেগম বদরুন্নেসা কলেজ, বাঙলা কলেজ, তিতুমীর কলেজ, কবি নজরুল কলেজ, শহীদ সোহরাওয়ার্দী কলেজ।
মন্তব্য