বিশেষ প্রতিনিধি:
ঢাকা কলেজে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের হোসেন জাহিদ এবং হাবিবুল্লাহ “জুলাই -২৪”শে প্রকাশ্যে হামলা করে,নর্থ হলে ২০৮ নম্বর রুমে অবৈধভাবে সিট পেয়েছে ছাত্রদল নেতা খাইরুল ইসলাম খোকনের ছত্রছায়ায়।
জুলাই অভ্যুত্থানের প্রকাশ্যে ছাত্র জনতার উপর হামলা করে ঢাকা কলেজের ছাত্রলীগের ব্যানারে, হোসেন জাহিদ ও হাবিবুল্লা নামে ২ ছাত্রলীগ নেতা। বাংলাদেশের জনপ্রিয় একটি টিভি চ্যানেল এটিএন বাংলার ভিডিওতে দেখা যায় তাদের হাতে দেশীয় অস্ত্র ও হকিস্টিক দিয়ে সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলা চালায়।
প্রত্যক্ষদর্শীর সূত্রে জানা যায়, জাহিদ হোসেন ও হাবিবুল্লাহ প্রকাশ্যে সাইন্স ল্যাব মোড়ে সাধারন শিক্ষার্থীদের ওপর নির্বিচারে আঘাত হানে। তাদের দুই জনের নামে চাঁদাবাজির বিভিন্ন অভিযোগ রয়েছে। জানা যায় ১৭ জুলাই সাইন্সল্যাব মোড়ে সাধারণ শিক্ষার্থীদের ওপর হোসেন জাহিদ ও হাবিবুল্লা নির্বিচারে ঢাকা কলেজের সাধারণ শিক্ষার্থীদের ওপর দেশীয় অস্ত্র ও হকিস্টিক দিয়ে হামলা চালায়! এতে প্রায় কয়েক শত শিক্ষার্থী আহত হয়! কিন্তু দেখা যায় প্রকাশ্যে এই ছাত্রলীগ নেতা আবারও ঢাকা কলেজের নর্থ দলের ২০৮নম্বর রুমে ছাত্রদলের অন্যতম নেতা খায়রুল ইসলাম খোকনের ছত্রছায়ায় অবস্থান করছেন!
এ সময় জানা যায়, রাত হলে ছুটে আসে হোসেন জাহিদ ও হাবিবুল্লাহ, প্রকাশ থাকে যে ঢাকা কলেজের জুলাই আন্দোলনের দেয়াল ফলক গুলো রাতের আধারে মুছে ফেলার অভিযোগ এই দুই নেতার বিরুদ্ধে।
জুলাই আন্দোলনে ছাত্রদের তোপের মুখে পড়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যান। তারপর থেকেই যেন জটিকা হয়ে পালিয়ে আছেন এই দলের নেতাকর্মীরা। কিন্তু ঢাকা কলেজে অবস্থান করছেন বিভিন্ন ছাত্রদল নেতার ছত্রছায়ায়।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, এই দুই ছাত্রলীগ নেতা নিউমার্কেট থেকে চাঁদাবাজি, ভিআইপি বাস স্ট্যান্ড থেকে চাঁদাবাজি সহ বিভিন্ন অনৈতিক কর্মকান্ডে জড়িত ছিল বলে জানা যায়। নাম বলতে অনিচ্ছুক এক শিক্ষার্থী বলেন, জাহিদ প্রকাশ্যে নিউমার্কেট কাছ থেকে চাঁদা আদায় করতো। ভিআইপি পরিবহনের বাস সহ যে সকল বাস মিরপুর রোডে অবস্থান করত তাদের কাছ থেকেও বড় অংকের চাঁদা আদায় করত এই ছাত্রলীগ নেতা জাহিদ। ১৭ জুলাই থেকে শুরু করে সাধারণ শিক্ষার্থীদের কে নির্বিচারে হামলা করত হোসেন জাহিদ ও হাবিবুল্লাহ।
কিন্তু তারা এখন ছাত্রদল ভাইদের ছত্রছায়ায় ক্যাম্পাসে অবস্থান করছেন। এ সময় তারা সাধারণ শিক্ষার্থীদের তোপের মুখে পড়ে ক্যাম্পাস ছেড়ে পালিয়ে যায় রাতের আধারে।
মন্তব্য