শনিবার, ১ ফেব্রুয়ারী ২০২৫
 

জবির বর্তমান ক্যাম্পাস বিণিময় চুক্তি বাতিল চায় জবি ছাত্রদল

অনলাইন ডেস্ক
প্রকাশ: ৩ নভেম্বর ২০২৪

জবির বর্তমান ক্যাম্পাস বিণিময় চুক্তি বাতিল চায় জবি ছাত্রদল
জবি প্রতিনিধি:

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বর্তমান ক্যাম্পাস নিয়ে কোনো বিনিময় চুক্তি থাকলে তা বাতিল করার দাবি জানিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।

রোববার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সভাকক্ষে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সংশ্লিষ্ট বিষয়াদি সমাধানে গঠিত কমিটির সঙ্গে ছাত্র সংগঠনের মতবিনিময় সভায় এ দাবি করেন সংগঠনটির নেতারা।

এসময় জবি ছাত্র দলের সভাপতি আসাদুজ্জামান আসলাম বলেন, ১৬ বছর ধরে যাদের দ্বারা শিক্ষার্থীরা হয়রানি ও হামলার শিকার হয়েছে তাদের দ্রুত বিচার করতে হবে। ছাত্রলীগ সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা করেছে এমন প্রমানিত হলে তাদের সনদ বাতিলেরও দাবি করছি।

তিনি আরো বলেন, জুলাই বিল্পবে আহত শিক্ষার্থীদের চিকিৎসার জন্য আর্থিক ফান্ড কালেকশন, ই-লাইব্রেরি আধুনিকায়ন ব্যবস্থা করাসহ শহীদ ও আহতদের জন্য সম্মাননা স্মারক দেয়ার দাবি জানাচ্ছি আমরা বিশ্ববিদ্যালয়কে সামনে এগিয়ে যাওয়ার জন্য সকল ক্রিয়াশীল ছাত্র সংগঠনের সাথে মিলেমিশে কাজ করতে চাই।

ছাত্রদল সভাপতি আরো বলেন, আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাথাপিছু বরাদ্দ খুবই কম। এই বরাদ্দের পরিমাণ বাড়াতে হবে। এ ছড়া ছাত্রী হলে সিট বরাদ্দের ক্ষেত্রে দূরত্ব, আর্থিক অবস্থা ও মেধার মূল্যায়ন করতে হবে।

এসময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সংশ্লিষ্ট বিষয়াদি সমাধানে গঠিত কমিটির সদস্য, বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রদল, ছাত্র শিবির, ছাত্র ফ্রন্ট, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি, বিশ্ববিদ্যালয় সংস্কার প্রতিনিধিসহ কমিটির শিক্ষকরা উপস্থিত ছিলেন।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon