শনিবার, ১ ফেব্রুয়ারী ২০২৫
 

ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামিক মহাসম্মেলন

অনলাইন ডেস্ক
প্রকাশ: ৫ নভেম্বর ২০২৪

ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামিক মহাসম্মেলন,
মেহেদী হাসান, ঢাকা কলেজ
ঐতিহাসিক সম্মেলনকে কেন্দ্র করে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী উদ্যানে আলেম ওলামা ও মুসলিম জনতা ভিড় করছেন পুরো সম্মেলন কেন্দ্র।

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান ও আশপাশের প্রায় কয়েক কিলোমিটার জুড়ে শুধুই আলেম-ওলামাদের মুসলিম জনতার একত্রে যেন সম্মেলন ঘটেছে  ঘটেছে। যেখানে সারা দেশ থেকে ধর্মপ্রাণ মুসলমানদের আসতে দেখা গেছে। সম্মেলন কেন্দ্রে শুধু আল্লাহু আকবার ও নারায়ের তাকবীরের ধ্বনি শোনা যাচ্ছে পুরো ময়দান জুড়ে।

আজ  (৫ নভেম্বর) মঙ্গলবার সকাল ৯টা থেকে শুরু হওয়া এই সম্মেলনে যোগ দিতে ভোর থেকেই ধর্মপ্রাণ মুসলমান ও আলেম-ওলামাদের সম্মেলনস্থলে আসতে দেখা গেছে। এ সম্মেলন দুপুর ১টা পর্যন্ত চলার কথা রয়েছে।

এ সময়  দেখা যায়, শাহবাগ, নীলক্ষেত, ঢাকা মেডিকেল, সচিবালয় ,হাইকোর্ট ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের  সামনে দিয়ে যেতে চাওয়া গাড়িগুলোকে পুলিশ ব্যারিকেড দিয়ে নিয়ন্ত্রণ করছে। এ সময় গাড়িগুলোকে ঘুরিয়ে দিয়ে অন্য রোড দিয়ে যাওয়ার আহবান করছেন ট্রাফিক জোন।

ইসলামিক এই মহাসম্মেলনে কেন্দ্র করে যোগ দিতে আসা  জনতার ঢলে রাজধানী জুড়ে দেখা দিয়েছে পুরো যানজট। গুলিস্তান, কাকরাইল, শাহবাগ, নীলক্ষেত সহ উদ্যানের দিকে আসা প্রতিটি রাস্তায় ছিলো বিপুল যানবাহন ও  ধর্মপ্রাণ মানুষের উপস্থিতি।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon