শনিবার, ১ ফেব্রুয়ারী ২০২৫
 

নবীন শিক্ষার্থীদের বরণ করলো জবি শিবির

অনলাইন ডেস্ক
প্রকাশ: ৬ নভেম্বর ২০২৪

নবীন শিক্ষার্থীদের বরণ করলো জবি শিবির
জবি প্রতিনিধি:
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষে ভর্তি হওয়া নবীন শিক্ষার্থীদের বরণ করেছে শাখা ইসলামী ছাত্রশিবির। বুধবার (৬ নভেম্বর) দুপুর আড়াইটায় রাজধানীর জহির রায়হান সাংস্কৃতিক কেন্দ্রে এ নবীনবরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি মো. ইকবাল হোসেন শিকদার ও অফিস সম্পাদক মো. রিয়াজুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক নুরুল ইসলাম সাদ্দাম। প্রধান অতিথির বক্তব্যে শিবিরের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক বলেন, শিবিরের এ আয়োজন নবীনদেরকে ইসলামের সুমহান আদর্শের দিকে আহ্বান জানানোর জন্য। জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ এ সময়ে কোনো নবীন যেন পথ হারিয়ে না ফেলেন সে জন্যই শিবিরের এ আয়োজন।

অনুষ্ঠানে নবীনদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। উপহার হিসেবে শিবিরের নাম লেখা চাবির রিং, কলম, টেবিল ক্যালেন্ডার, সার্টিফিকেট, শিবিরের সমর্থক ফরম, সংক্ষিপ্ত পরিচিত এবং কিছু বই দেওয়া হয়।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের শিক্ষক ড. মোহাম্মদ বেলাল হোসেন। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন জবি শিবিরের সেক্রেটারি জেনারেল মো: আসাদুল ইসলাম।

নবীন বরণে আসা ইংরেজি বিভাগের শিক্ষার্থী জিসান আলম তার অনুভূতি প্রকাশ করে বলেন, শিবিরের  নবীনবরণ স্মৃতি হয়ে থাকবে।  শুনেছি আগে শিবির আরও বড় করে নবীন বরণ করত। স্বৈরাচার পতনের পর আমরা প্রথম ব্যাচ যে শিবিরের নবীন বরণ পেলাম। অনেক উপহার পেয়েছি। সবার বন্ধুত্বপূর্ণ ব্যবহারে সব কিছু খুব আপন লাগছে।

আইন  বিভাগের আরেক শিক্ষার্থী জুয়েল সরকার  বলেন, কলম, চাবির রিং, বই, সার্টিফিকেট পেয়েছি উপহার হিসেবে। ছাত্রশিবিরের নবীনবরণে আসতে পেরে অন্যরকম অনুভূতি হচ্ছে। আমাদেরকে এভাবে বরণ করে নেওয়ার জন্য শিবিরকে ধন্যবাদ। এই ধরনের  আয়োজনের মাধ্যমে শিবিরকে নিয়ে ছড়ানো রিউমারগুলো সবাই ছুড়ে ফেলবে বলে মনে করি।

বাদ মাগরিব নিমন্ত্রণ সাংস্কৃতিক সংসদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরিবেশনায় সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়। জবি শিবির সভাপতির সমাপনী বক্তব্য ও নবীন শিক্ষার্থীদের মিষ্টি মুখ করানোর মাধ্যমে অনুষ্ঠানটি শেষ হয়।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon