নিজস্ব প্রতিবেদক:
৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন দলটির নেতাকর্মীরা।
আজ বৃহস্পতিবার সকাল এগারোটার দিকে দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন,মির্জা আব্বাস,আবদুল মঈন খান,ডা. এজেডএম জাহিদ হোসেন,ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু,বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান,দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী,যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন,শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, আব্দুস সালাম আজাদ,বিএনপি চেয়ারপার্সন এর বিশেষ সহকারী শ্রমিক নেতা এ্যাড.শামসুল রহমান শিমুল বিশ্বাস,প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু,ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক,ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি আহবায়ক রফিকুল আলম মজনুকে নিয়ে শেরে বাংলা নগরে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
পরে নেতাকর্মীরা প্রয়াত নেতার আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাতে অংশ নেন।
জিয়ার মাজারে নেতাকর্মীদের ঢল:
এর আগে সকাল থেকেই বিএনপি ও সহযোগী সংগঠন এবং ঢাকা মহানগরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ব্যানার ও ফেস্টুনসহ মিছিল নিয়ে আসতে থাকেন জিয়ার মাজারে। এ সময় নেতাকর্মীরা ‘লাল সবুজের পতাকায়, জিয়া তোমায় দেখা যায়’,‘বাংলাদেশের অপর নাম জিয়াউর রহমান’, ‘স্বাধীনতার ঘোষক জিয়া লও লও, লও সালাম’ বিভিন্ন ধরনের স্লোগান দেন।এ সময় সমাধির আশেপাশের এলাকায় দলীয় নেতাকর্মীদের ব্যাপক সমাগম দেখা যায়। ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমিনুল হক সদস্য সচিব হাজী মোস্তফা জামান,ঢাকা মহানগর বিএনপি নেতা নবী উল্লাহ নবী,ঢাকা মহানগর উত্তরের যুগ্ম আহবায়ক মোস্তাফিজুর রহমান সেগুন, এস এম জাহাঙ্গীর হোসেন, ফেরদৌসী আহমেদ মিষ্টি,এবিএমএ রাজ্জাক,ঢাকা মহানগর বিএনপি সাবেক সদস্য এ্যাড.মকবুল হোসেন সরদার,হাজী মোঃ ইউসুফ,কাউন্সিলর আলী আকবর আলী,মাহাবুব আলম মন্টু,আকবর হোসেন নান্টু ভূঁইয়া,আরিফা সুলতানা রুমা,নাদিয়া পাঠান পাপন,ঢাকা মহানগর উত্তর জাসাস এর আহবায়ক শরিফুল ইসলাম স্বপন,ছাত্রদল ঢাকা মহানগর পশ্চিমের সাধারণ সম্পাদক জুয়েল হাসান রাজ,ঢাকা মহানগর উত্তর শ্রমিক দলের আহ্বায়ক শাহ আলম রাজা সদস্য সচিব কামরুল জামান,যুবদলনেতা শরীফ উদ্দিন জুয়েল,সাজ্জাদুল মেরাজ, স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তর সভাপতি শেখ ফরিদ,সাধারণ সম্পাদক মহসিন সিদ্দিকী রনি,মহিলা দলনেত্রী এ্যাড.রুনা লায়লা,লাইলী বেগম,পল্লবী থানা যুবদলের সভাপতি হাজী নূর সালাম সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া,
দক্ষিণখান থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক হেলাল তালুকদার,যুগ্ম আহবায়ক দেওয়ান মোঃ নাজিম উদ্দীন, আনোয়ার হোসেন জমিদার,উত্তরা পশ্চিম থানা বিএনপির নেতা মোঃ আব্দুস ছালাম,কাফরুল থানা বিএনপির যুগ্ম আহবায়ক আকরামুল হক,সাব্বির দেওয়ান জনি,ডেমরা থানা বিএনপির সভাপতি পদপ্রার্থী এস এম রেজা চৌধুরী সেলিম ও সাধারণ সম্পাদক মোঃ আনিসুজ্জামান,মিরপুর থানা বিএনপির আহ্বায়ক হাজী আব্দুল মতিন সিনিয়র যুগ্ম আহবায়ক হাজী দেলোয়ার হোসেন দুলু, মিরপুর থানা বিএনপি নেতা হালিম উল্লাহ মজুমদার,থানা কমিটির সদস্য আল আমিন,তেজগাঁও থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিরাজ উদ্দিন হায়দার আরজু,উত্তরখান থানা বিএনপির আহবায়ক রফিকুল ইসলাম খান,পল্লবী থানা বিএনপির আহবায়ক কামাল হুসাইন খান,যুগ্ম আহবায়ক আনিছুর রহমান,আব্দুর রহমান,মোতালেব হোসেন হাওলাদার,রুপনগর থানা বিএনপির আহবায়ক জহিরুল হক,সিনিয়র যুগ্ম আহবায়ক ইন্জিঃ মজিবুল হক, যুগ্মআহবায়ক শেখ হাবিবুর রহমান হাবিব,অলিউল হাসানাত তুহিন, বিমানবন্দর থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক দেলোয়ার হোসেন দিলু, উত্তরখান থানা বিএনপির আহবায়ক রফিকুল ইসলাম খান,মোহাম্মদপুর থানা বিএনপির যুগ্ম আহবায়ক এম এস আহমাদ আলী,মীর কামাল,তুরাগ থানা বিএনপির যুগ্ম আহবায়ক হারুনুর রশীদ খোকা,হাজী জহিরুল ইসলাম,মোঃ চান মিয়া, উত্তরাপূর্ব থানা বিএনপি যুগ্ম আহবায়ক নজরুল ইসলাম খান,আদাবর থানা বিএনপি সিনিয়র যুগ্মআহবায়ক সাদেক হোসেন স্বাধীন,কামাল হোসেন সরকার,৩০ নং ওয়ার্ড বিএনপি সভাপতি সালাম হাওলাদার সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বিশ্বাস,সবুজবাগথানা বিএনপির আশরাফুল রহিম,ভাটারা থানার ৪০নং ওয়ার্ড বিএনপি সভাপতি জাহাঙ্গীর আলম হাতি,মোহাম্মদপুর ৩৩ নং ওয়ার্ড বিএনপি সিনিয়র সভাপতি ওসমান গনি সেন্টু, তেজগাঁও থানার ২৫ নং ওয়ার্ড বিএনপি সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাশেম মিয়াসহ ঢাকা মহানগর বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের নেতৃত্বে বিপুল সংখ্যক নেতাকর্মী জিয়ার সমাধি প্রাঙ্গনে উপস্থিত ছিলেন।
মন্তব্য