শনিবার, ১ ফেব্রুয়ারী ২০২৫
 

ঢাকা কলেজের নবনিযুক্ত উপাধ্যক্ষ জাহানারা বেগম

অনলাইন ডেস্ক
প্রকাশ: ৮ নভেম্বর ২০২৪

ঢাকা কলেজের নবনিযুক্ত উপাধ্যক্ষ জাহানারা বেগম
মেহেদী হাসান, ঢাকা কলেজ
দীর্ঘ অপেক্ষার পর অবশেষে ঢাকা কলেজের নতুন উপাধ্যক্ষ হিসেবে নিয়োগ পেয়েছেন ইডেন কলেজের অধ্যাপক জাহানারা বেগম।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, আগামী ১৩ নভেম্বরের মধ্যে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হবেন উল্লেখ করে আবশ্যিকভাবে তার পিডিএস-এ লগইন করে অবমুক্ত ও যোগদান প্রক্রিয়া সম্পন্ন করতে বলা হয়েছে।

নবনিযুক্ত উপাধ্যক্ষ অধ্যাপক জাহানারা দৈনিক যুগের কণ্ঠস্বর কে বলেন, আমার হাতে সময় খুবই কম। বর্তমানে কলেজ কি অবস্থায় চলছে সেগুলো বিবেচনা করে আমি পরিকল্পনা অনুযায়ী কাজ করবো। বিভিন্ন ডেভেলপমেন্ট কাজ, শিক্ষার্থীদের সমস্যাগুলো যেগুলোর সমাধান করা খুবই দরকার সেগুলো করতে চাই। স্বল্প সময়ের মধ্যে শেষ করা যাবে এমন কাজ সম্পন্ন করে দেয়ার চেষ্টা থাকবে।

জানা গেছে,অধ্যাপক জাহানারা বেগমের গ্রামের বাড়ি সিরাজগঞ্জ জেলায়। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি বিভাগে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। তিনি ১৯৯৩ সালে বাংলাদেশ কর্ম কমিশনের শিক্ষা ক্যাডারে যোগদান করেন। ২০১৮ সাল থেকে ইডেন মহিলা কলেজের ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন তিনি।

এ সময় নবনিযুক্ত উপাধ্যক্ষ কে ফুল দিয়ে বরণ করেন ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ .কে.এম ইলিয়াস ও শিক্ষক পরিষদের অন্যান্য শিক্ষক মন্ডলীরা।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon