বুধবার, ১৩ নভেম্বর ২০২৪
 

জবিতে ডেঙ্গু সচেতনতা বিষয়ক মানববন্ধন আয়োজিত

অনলাইন ডেস্ক
প্রকাশ: ৮ নভেম্বর ২০২৪

---
জবি প্রতিনিধি
জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) এ ‘ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি ও সিটি কর্পোরেশন কর্তৃক কার্যকরী পদক্ষেপ গ্রহণ’র দাবিতে মানববন্ধন আয়োজন করেছে বিশ্ববিদ্যালয়ের মানবাধিকার সংগঠন জগন্নাথ বিশ্ববিদ্যালয় হিউম্যান রাইটস সোসাইটি।
বৃহস্পতিবার (৮ নভেম্বার) দুপুর ২টায়, বিশ্ববিদ্যালয়ের শান্ত চত্তরে আয়োজিন করা হয় এই মানববন্ধনটি। মানববন্ধনে জবি হিউম্যান রাইটস সোসাইটির কমিটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ সাধারণ সদস্যরা উপস্থিত ছিলেন। সাম্প্রতিক ডেঙ্গু আতঙ্ক কমিয়ে আনিতে জনসচেতনতা বৃদ্ধি ও সিটি কর্পোরেশ কর্তৃক কার্যকরী কিছু দাবি তারা তাদের বক্তব্যে তুলে ধরেন।
বক্তব্যে হিউম্যান রাইটস সোসাইটির সাধারণ সম্পাদক জুনায়েদ মাসুদ বলেন, আমরা দেখতে পাচ্ছি, সাম্প্রতিক সময়ে ডেঙ্গু বিপুল আতঙ্ক ছড়িয়েছে। প্রতিনিয়ত মানুষ ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা যাচ্ছে। এখনও অনেকে আক্রান্ত হয়ে হাসপাতালের বেডে শয্যাশায়ী। একসময় যক্ষা রোগকে দুরারোগ্য ব্যাধি বলে ধারণা করা হতো। সবার মধ্যে প্রচলিত ছিলো “যক্ষা রোগের রক্ষা নাই”। কিন্তু চিকিৎসা বিজ্ঞানের উন্নতির ফলে আমরা যক্ষা রোগের নিয়ামক আবিষ্কার করতে পেরেছে। কিন্তু, আমরা ডেঙ্গু প্রতিরোধে সক্ষম হচ্ছিনা। আমাদের অসচেতনতা ও স্থানীয় সরকারের অবহেলা এজন্য দায়ী। ডেঙ্গু প্রতিরোধে সরকারি হটলাইন সেবা চালু করা হয়েছে, কিন্তু সেখান থেকে জনগণ নিয়মিত সেবা পাচ্ছেনা। ডেঙ্গু হটলাইন সেবা চালু করতে হবে। প্রয়োজনে সিটি কর্পোরেশন কর্তৃক লোকবল বাড়াতে হবে। সরকারি হাসপাতালগুলোতে ডেঙ্গুর সুচিকিৎসার ব্যাবস্থা করতে হবে। দরিদ্র ডেঙ্গু রোগীদের বিনামূল্য উন্নতমানের চিকিৎসা ব্যাবস্থা করতে হবে। শপিং মল, বাজার, মসজিদ, মন্দির বিভিন্ন কমিউনিটি প্ল্যাটফর্মে সিটি কর্পোরেশন কর্তৃক ডেঙ্গু সচেতনতামূলক ক্যাম্পেইন করতে হবে। লিফলেট বিতরণ, পোস্টার অথবা সামাজিক অনুষ্ঠানের আয়োজন করে সচেতনতা বৃদ্ধি করা যেতে পারে। সর্বপরি, আমাদের ডেঙ্গু মোকাবিলায় ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
সভাপতি মাসুদ রানা তার বক্তব্যে বলেন, ডেঙ্গু মহামারি আকারে ছড়িয়ে যাচ্ছে। আমাদের সচেতন থাকতে হবে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসসহ আশেপাশের এলাকার পরিবেশ নিয়মিত পরিষ্কার রাখতে হবে। এজন্য সিটি কর্পোরেশন এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে কার্যকরী পদক্ষেপ নেয়ার আহ্বান জানাই। এছাড়া, আমাদেরকেও নিজেদের জায়গা থেকেও বাসাবাড়ির আঙিনায় ফুলের টব, টায়ার কিংবা গর্তে জমে থাকা পানি এবং ময়লা-আবর্জনা পরিষ্কার রাখতে ব্যক্তিগত উদ্যোগ গ্রহণ করতে হবে। আমরা সবাই যদি সচেতন হই, তাহলে ডেঙ্গুর ভয়াবহতা কমিয়ে আনতে পারবো।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon