বুধবার, ১৩ নভেম্বর ২০২৪
 

বিপ্লব ও সংহতি দিবসের শোভাযাত্রায় বিএনপির ব্যাপক সমাগম:

অনলাইন ডেস্ক
প্রকাশ: ৮ নভেম্বর ২০২৪

---
নিজস্ব প্রতিবেদক:
স্বাধীনতা-সার্বভৌমত্বের বিরুদ্ধে সব ষড়যন্ত্র রুখে দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, যারা স্বাধীনতা ও সার্বভৌমত্ব ধ্বংস করতে আসবে অত্যন্ত সজাগ ও সচেতন থেকে তাদের যেকোনো ষড়যন্ত্র আমাদেরকে রুখে দিতে হবে।

আজ শুক্রবার বিকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ‘জাতীয় বিপ্লব ও সংহতি’ দিবস উপলক্ষে র‍্যালি-পূর্ব সমাবেশ তিনি একথা বলেন।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান র‍্যালিপূর্ব সংক্ষিপ্ত সমাবেশে স্কাইপিতে বক্তব্য রাখেন।

বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুর সঞ্চালনায় মঞ্চে আরও উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ড. আব্দুল মঈন খান, ডা. এ জেড এম জাহিদ হোসেন, ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু, মোহাম্মদ শাহজাহান,বিএনপি চেয়ারপার্সন উপদেষ্টা আমান উল্লাহ আমান,আব্দুস সালাম,শ্রমিক দলের সমন্বয়কারী শামসুর রহমান শিমুল বিশ্বাস প্রমুখ।

ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিক দল, সেচ্ছাসেবক দল,মহিলা দল,মৎস্যজীবী দল,ওলামা দলসহ ঢাকার আশেপাশের জেলাগুলো থেকে বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা স্ব-স্ব ব্যানারে র‍্যালিতে যোগ দিয়েছেন।পল্টন,মৎস্যভবন,ফকিরাপুল, আরামবাগ,মতিঝিল,মালিবাগ,শান্তিনগর পর্যন্ত ছড়িয়ে গেছে নেতাকর্মী।পুরো রাস্তা স্লোগানে স্লোগানে প্রকম্পিত করে রাখছেন, ‘স্বাধীনতার অপর নাম জিয়াউর রহমান, গণতন্ত্রের অপর নাম জিয়াউর রহমান, তারেক রহমান বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে, দেশ গড়েছেন শহীদ জিয়া,নেত্রী মোদের খালেদা জিয়া’।

সমাবেশে আসা নেতা-কর্মীদের সঙ্গে কথা হয় এই প্রতিবেদকের। ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক আমিনুল হক,সদস্য সচিব মোস্তফা জামান,ঢাকা মহানগর বিএনপি নেতা নবী উল্লাহ নবী,ঢাকা মহানগর দক্ষিণ শ্রমিক দলের আহ্বায়ক মো. সুমন ভূইয়া,সদস্য সচিব বদরুল আলম সবুজ, ঢাকা মহানগর উত্তর শ্রমিক দলের আহ্বায়ক শাহ আলম রাজা,সদস্য সচিব কামরুল জামান,যুগ্ম আহবায়ক লায়ন ফরিদ আহমেদ,ডেমরা থানা বিএনপি নেতা সেলিম রেজা ও আনিসুজ্জামান জানান,গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয়ে আমাদের এ মিছিল।পতিত স্বৈরাচারের দেশে বিদেশে যেকোন ষড়যন্ত্রের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ রয়েছি,দেশের স্বার্থ রক্ষাও নিজের অধিকার প্রতিষ্ঠায় আমরা এ মিছিল করছি।

সংগঠন নেতাকর্মীদের উপস্থিত জানাতে বিভিন্ন রংবেরঙের ক্যাপ ও গেঞ্জি পড়ে রয়েছেন নেতাকর্মীরা। তাদের হাতে রয়েছে বিভিন্ন ব্যানার ও প্লাকার্ড। দেশাত্মবোধক গান, বাউল গান, ঢোলের তালে তালে ও মাইকে স্লোগানে স্লোগানে র‍্যালিটি মানিক মিয়া এভিনিউ দিকে যায়।

শোভাযাত্রায় এসময় অন্যান্যদের মধ্যে  ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক,সদস্য সচিব মোস্তফা জামান,ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি আহবায়ক রফিকুল আলম মজনু,সদস্য সচিব তানভীর আহমেদ রবীন,ঢাকা মহানগর বিএনপি নেতা নবী উল্লাহ নবী,ঢাকা মহানগর উত্তরের যুগ্ম আহবায়ক মোস্তাফিজুর রহমান সেগুন, এস এম জাহাঙ্গীর হোসেন, ফেরদৌসী আহমেদ মিষ্টি,এবিএমএ রাজ্জাক,ঢাকা মহানগর বিএনপি সাবেক সদস্য এ্যাড.মকবুল হোসেন সরদার,হাজী মোঃ ইউসুফ,আফাজ উদ্দিন,কাউন্সিলর আলী আকবর,মাহাবুব আলম মন্টু,তহিরুল ইসলাম তুহিন,জাহাঙ্গীর মোল্লা,আকবর হোসেন নান্টু ভূঁইয়া,আরিফা সুলতানা রুমা,নাদিয়া পাঠান পাপন,ছাত্রদল ঢাকা মহানগর পশ্চিমের সাধারণ সম্পাদক জুয়েল হাসান রাজ,ঢাকা মহানগর দক্ষিণ শ্রমিক দলের আহবায়ক মো.সুমন ভূইয়া সদস্য সচিব বদরুল আলম সবুজ, ঢাকামহানগর উত্তর শ্রমিক দলের আহ্বায়ক শাহ আলম রাজা সদস্য সচিব কামরুল জামান,যুগ্ম আহবায়ক লায়ন ফরিদ আহমেদ, যুবদলনেতা গোলাম মাওলা শাহীন,শরীফ উদ্দিন জুয়েল, সাজ্জাদুল মেরাজ,স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তর সভাপতি শেখ ফরিদ, সাধারণ সম্পাদক মহসিন সিদ্দিকী রনি, মহিলা দলনেত্রী এ্যাড.রুনা লায়লা,লাইলী বেগম,দক্ষিণখান থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক হেলাল তালুকদার,যুগ্ম আহবায়ক দেওয়ান মোঃ নাজিম উদ্দীন,আনোয়ার হোসেন জমিদার,উত্তরা পশ্চিম থানা বিএনপির নেতা মোঃ আব্দুস ছালাম,উত্তরাপূর্ব থানা বিএনপি যুগ্ম আহবায়ক নজরুল ইসলাম খান,কাফরুল থানা বিএনপির যুগ্ম আহবায়ক আকরামুল হক,সাব্বির দেওয়ান জনি,সবুজবাগ থানা বিএনপির আশরাফুল রহিম,ডেমরা থানা বিএনপির সভাপতি পদপ্রার্থী এস এম রেজা চৌধুরী সেলিম ও সাধারণ সম্পাদক মোঃ আনিসুজ্জামান,মিরপুর থানা বিএনপির আহ্বায়ক হাজী আব্দুল মতিন, সিনিয়র যুগ্ম আহবায়ক হাজী দেলোয়ার হোসেন দুলু,মিরপুর থানা বিএনপি নেতা হালিম উল্লাহ মজুমদার,তুরাগ থানা বিএনপির যুগ্ম আহবায়ক হাজী জহিরুল ইসলাম, মোঃ চান মিয়া,মহিউদ্দিন সোহাগ রাজা, তেজগাঁও থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিরাজ উদ্দিন হায়দার আরজু,উত্তরখান থানা বিএনপির আহবায়ক রফিকুল ইসলাম খান,পল্লবী থানা বিএনপির আহবায়ক কামাল হুসাইন খান,যুগ্ম আহবায়ক আনিছুর রহমান,আব্দুর রহমান,রুপনগর থানা বিএনপি সিনিয়র যুগ্ম আহবায়ক ইন্জিঃ মজিবুল হক,যুগ্ম আহবায়ক আলী আহমেদ রাজু, যুগ্মআহবায়ক শেখ হাবিবুর রহমান হাবিব,অলিউল হাসানাত তুহিন, বিমানবন্দর থানা বিএনপির যুগ্ম আহবায়ক মহিউদ্দিন তারেক,মন্জুর হোসেন পাটোয়ারী,বশির আহমেদ, উত্তরখান থানা বিএনপির আহবায়ক রফিকুল ইসলাম খান,মোহাম্মদপুর থানা বিএনপির যুগ্মআহবায়ক এম এস আহমাদ আলী,আদাবর থানা বিএনপি সিনিয়র যুগ্মআহবায়ক সাদেক হোসেন স্বাধীন,কামাল হোসেন সরকার,৩০ নং ওয়ার্ড বিএনপি সভাপতি সালাম হাওলাদার,সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বিশ্বাস,ভাটারার ৪০নং ওয়ার্ড বিএনপি সভাপতি জাহাঙ্গীর আলম হাতি,  ৩৩ নং ওয়ার্ড বিএনপি সিনিয়র সভাপতি ওসমান গনি সেন্টু,মিরপুর থানা বিএনপির আরেকটি মিছিলে যুগ্ম আহবায়ক আবুল বাশার ভূইয়া,
স ম আরিফ উল্লাহ,মাসুদ আক্তার পলাশ, খিলক্ষেত থানা বিএনপির যুগ্ম আহবায়ক মোবারক হোসেন দেওয়ান,সিএম আনোয়ারসহ ঢাকা মহানগর বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এর আগে বেলা ১১ টার দিকেই ঢাকা মহানগরের বিভিন্ন ওয়ার্ড ও আশপাশের জেলা বিএনপির নেতাকর্মীরা ছোট ছোট মিছিল আকারে নয়াপল্টনে জড়ো হন। এতে নয়াপল্টন, কাকরাইল ও ফকিরাপুলসহ আশপাশের এলাকার অলিগলি লোকে লোকারণ্য হয়ে ওঠে।

র‍্যালিটি নয়াপল্টনে থেকে শুরু কাকরাইল মোড়, কাকরাইল মসজিদ, মৎস্য ভবন, ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট, শাহবাগ, বাংলামোটর, কারওয়ান বাজার, ফার্মগেট হয়ে মানিক মিয়া অ্যাভিনিউয়ে গিয়ে শেষ হয়।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon