বুধবার, ১৩ নভেম্বর ২০২৪
 

মাদারীপুরের ডাসারে ডি.এম কারাতে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক
প্রকাশ: ৯ নভেম্বর ২০২৪

 ---

কাজী নাফিস ফুয়াদ, ডাসার মাদারিপুর প্রতিনিধিঃ
মাদারীপুরের ডাসারে আত্মরক্ষামূলক দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ডি. এম কারাতে এসোসিয়েশনের আয়োজনে একদিনের কর্মশালা আয়োজন করা হয়েছে। শনিবার(৯ নভেম্বর) সকালে উপজেলার শশিকর উচ্চ বিদ্যালয়ের মাঠে একদিনের সিতোরিউ করাতে প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়। ডাসার ডি.এম কারাতের প্রধান প্রশিক্ষক সৈয়দ নূর মোহাম্মদ এর সভাপতিত্বে অতিথির হিসেবে উপস্থিত ছিলেন সেনসি মো.লোকমান হোসেন,৩য় আন্তর্জাতিক স্বর্ণপদকপ্রাপ্ত খেলোয়াড় ও প্রশিক্ষক।এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সহকারী প্রশিক্ষক নাহিদা আক্তার, সৈয়দ নুর আলম বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক স্বপন দাস , সৈয়দ আলমগীর হোসেন মিন্টু প্রমুখ।
প্রশিক্ষক সৈয়দ নূর মোহাম্মদ জানান,যুবসমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা, সুস্থ দেহ গঠন ও আত্মরক্ষামূলক দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে তিন বছর যাবৎ ডাসারে প্রশিক্ষণ দিয়ে আসছি।ডি.এম কারাতে এসোসিয়েশনে যে কেউ ভর্তি হয়ে অংশগ্রহণের সুযোগ রয়েছে।আমাদের প্রশিক্ষণ অব্যাহত থাকবে।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon