বুধবার, ১৩ নভেম্বর ২০২৪
 

চাঁপাইনবাবগঞ্জে শিবির নেতা হত্যার ঘটনায় আ. লীগ ও র‌্যাব কর্মকর্তাদের বিরুদ্ধে মামলা

অনলাইন ডেস্ক
প্রকাশ: ৯ নভেম্বর ২০২৪

---
চাঁপাই নবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জে শিবির নেতা আসাদুল্লাহ হত্যার ঘটনায় আ. লীগ ও র‌্যাব কর্মকর্তাদের বিরুদ্ধে মামলা মামলার আসামিরা হলেন- চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুল ওদুদ বিশ্বাস (৫৬), জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডা. গোলাম রাব্বানী ফটিক (৫৫), জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও সাবেক জেলা পরিষদের চেয়ারম্যান মো. রুহুল আমিন (৭২), . এজাবুল হক বুলি (৫১), মো. মাইনুল ইসলাম (৬০),  ইব্রাহিম আলী (৪২), মো. সোহেল (৩১), নজির আহমেদ (৬২), তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খাঁন আলমগীর, তৎকালীন র‌্যাব-৫, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের কমান্ডার মেজর কামরুজ্জামান পাভেল, এসআই বিশারুল ইসলাম, এসআই শহিদুল ইসলাম, হাবিলদার খাইরুল ইসলাম, ল্যান্স কর্পোরাল ওমর ফারুক, নায়েক মো. সওদাগর আলী, মো. মাসুম বিল্লাহ, নুর মুহাম্মদ শিকদার, সিপাহী শফিকুল ইসলাম ও এসআই আবু হুরায়রা।

নিরপেক্ষ তদন্তদের মাধ্যমে স্বচ্ছ বিচার চাই। দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত হোক।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon