এ জেড সুজন মাহমুদ, লপুর (নাটোর) প্রতিনিধি:
নাটোরের লালপুরে ভেজাল গুড় তৈরির কারখানায় অভিযান চালিয়ে ভেজাল গুড় তৈরির উপকরণ ও সরঞ্জাম ধ্বংস করেছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার (৯ নভেম্বর) সন্ধ্যায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও ) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো:মেহেদী হাসানের নেতৃত্বে উপজেলার হাশেমপুর গ্রামে শ্রী নারায়ণ কুমার (৬০) ও শ্রী পিযুস কুমারের (৪২) ভেজাল গুড় তৈরির কারখানায় যৌথবাহিনীর ভ্রাম্যমাণ আদালত এ অভিযান পরিচালনা করেন। থ্যসূত্রে জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তারা ভেজাল গুড় তৈরির বিষয়টি জানতে পেরে অভিযান পরিচালনা করেন। অভিযান চলাকালে মানবদেহের জন্য ক্ষতিকর বিভিন্ন কেমিক্যাল ও গোখাদ্য জব্দ করে ধ্বংস করা হয়। এছাড়া ক্ষতিকর কেমিক্যালের মিশ্রণে ভেজাল গুড় তৈরি, সংরক্ষণ, বিক্রি ও বাজারজাতকরণের অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে নারায়ণ ও পিযুস কুমারকে ৩০০০০/০০ (ত্রিশ হাজার) টাকা অর্থদণ্ড জরিমানা করা হয়।
এ ব্যাপারে ইউএনও মো: মেহেদী হাসান বলেন, নিরাপদ খাদ্য উৎপাদন ও ভোক্তা অধিকার সংরক্ষণে উপজেলায় ভেজাল বিরোধী অভিযান অব্যাহত থাকবে।
মন্তব্য