কাজী নাফিস ফুয়াদ, মাদারীপুর প্রতিনিধিঃ
মাদারীপুরের ডাসারে পংকজ বালা(২৮) নামে এক যুবককের ছবি ও নাম ব্যবহার করে ভুয়া ফেইসবুক আইডি খুলে ধর্মীয় উস্কানিমূলক বিদ্বেষ ছড়ানোর প্রতিবাদে সাংবাদিক সম্মেলন করছেন।
সোমবার (১১ নভেম্বর) সকাল ১০ টায় ডাসার উপজেলা প্রেসক্লাবে এ সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। সাংবাদিক সম্মেলনে পংকজ পংকজ বালা বলেন,প্রিয় সাংবাদিক ভাইয়েরা আমি পংকজ বালা,পিতা-মৃত নিরঞ্জন বালা।গ্রাম:নবগ্রাম, ডাসার, মাদারীপুর। আমার নিজ নামে একটি ফেইসবুক আইডি আছে।যে আইডিতে আমার এবং স্ত্রীর ছবি দেয়া আছে।এর বাইরে আর কোন আমার আইডি নেই।ইদানীং আমার ছবি এবং আমার স্ত্রীর ছবির উপরে জনাব তারে রহমানের ছবি দিয়ে আমার নামে একটি ফেইক আইডি খুলে কে বা কারা ধর্মীয় উস্কানিমূলক বিদ্বেষ ছড়িয়ে ধর্মীয় দাঙ্গা সৃষ্টির অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। আমি ওই ভুয়া ফেইসবুক আইডির বিরুদ্ধে ইতিমধ্যে থানায় জিডি করছি।জিডি নম্বর -১১৪০,তারিখ -২৯-৪-২০২৪ ইং।আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ফেইজবুকে ধর্মীয় উস্কানিমূলক বিদ্বেষ ছড়িয়ে পড়লে, এলাকায় রোষানলের মুখে পড়তে হয় ওই যুবককে।স্থানীয় সচেতন মহল ওই ভূূয়া আইডির পেছনের ব্যক্তিকে সনাক্ত করে বিচারের দাবী জানান।
মন্তব্য