জাবি প্রতিনিধি, ঢাকা
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ডেঙ্গু প্রতিরোধে সেচ্ছাসেবী সংগঠন লাল সবুজ উন্নয়ন সংঘের উদ্যোগে সপ্তাহব্যাপী সচেতনামূলক ক্যাম্পেইন কর্মসূচি পালিত হয়েছে।
১১নভেম্বর (সোমবার) বিকেল চারটায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে থেকে র্যালি নিয়ে বটতলা এলাকায় সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে সপ্তাহব্যাপী এ আয়োজনের উদ্বোধন করা হয়। কর্মসূচী উদ্বোধন করেন জাবি উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মাহফুজুর রহমান।
এসময় লাল সবুজ উন্নয়ন সংঘ’ ঢাকা জেলা শাখার সভাপতি জিয়া উদ্দিন আয়ানের সঞ্চালনায় অনুষ্ঠিত র্যালি ও পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচি থেকে জানানো হয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ডেঙ্গু রোগীর প্রকোপ বেড়েছে চলছে। গত ২ মাসে প্রায় ৫০ জন শিক্ষার্থী-শিক্ষক-কর্মকর্তা ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। এমতাবস্থায় ক্যাম্পাসে ডেঙ্গু সচেতনতা লাল সবুজ উন্নয়ন সংঘ সপ্তাহব্যাপী ক্যাম্পেইন এর উদ্যোগ গ্রহণ করেছে।
বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে অতিদ্রুত সময়ে ক্যাম্পাসে ডেঙ্গু মশা নিধনে স্প্রে ও ওষুধ, বিশ্ববিদ্যালয় মেডিকেলে ডেঙ্গু টেস্টের পর্যাপ্ত কিট ও চিকিৎসা ব্যবস্থা রাখার আহ্বান জানান তারা।
এসময় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) ড. সোহেল আহমেদ বলেন, ডেঙ্গু থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বাঁচাতে যে মশা ডেঙ্গু ভাইরাস বহন করে সেই মশার সংখ্যা হ্রাস এবং প্রজননে সহায়ক স্থানগুলো যদি আমরা নির্মূল করতে পারি, তাহলে অবশ্যই আমাদের ক্যাম্পাসকে আমরা ডেঙ্গু মুক্ত করতে পারবো। লাল সবুজ উন্নয়ন সংঘের এ উদ্যোগ আমাদের প্রেরণা যোগাবে। আমাদের নতুন প্রশাসনের অন্যতম লক্ষ্য থাকবে কিভাবে আমাদের বিশ্ববিদ্যালয়কে ডেঙ্গু মুক্ত রাখা যায়।
উক্ত কর্মসূচিতে আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক রাশিদুল আলম, সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক ড. নাসরিন সুলতানা, গণিত বিভাগের অধ্যাপক আমিনুর রহমান বাপ্পি, সরকার ও রাজনীতি বিভাগের সহযোগী অধ্যাপক তমালিকা সুলতানা ও সংগঠনের সদস্যবৃন্দ।
উল্লেখ্য, লাল সবুজ উন্নয়ন সংঘ একটি সেচ্ছাসেবী সংগঠন। সংগঠনটি দেশের সিংহভাগ জেলায় মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ, ধর্ষণ, দুর্নীতি প্রতিরোধে শিক্ষার্থীদের সচেতনতা গড়ে তোলে। এছাড়াও সংগঠনটি বিভিন্ন সামাজিক কার্যক্রম বৃক্ষরোপণ, পরিষ্কার পরিচ্ছন্নতা, সুবিধাবঞ্চিত শিশুদের জন্য কল্যাণমূলক কাজ করে থাকে।
মন্তব্য