শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪
 

ঘরে ঘরে কোরআন এর দাওয়াত পৌছে দিতে হবে - ফজলুর রহমান সাঈদ

অনলাইন ডেস্ক
প্রকাশ: ১১ নভেম্বর ২০২৪

জয়পুরহাটের কালাইয়ে জামায়াতে ইসলামীর বিশাল কর্মী ও সুধী সমাবেশ
মোঃ আব্দুল হাই ( জয়পুরহাট) প্রতিনিধি:
বাংলাদেশে এমন একটা কল্যাণকর রাষ্ট্রে পরিণত করতে চাই যে রাষ্ট্রের রাতের অন্ধকারে একটি নারী এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যাবে আল্লাহকে ছাড়া কাউকে ভয় পেতে হবে না। কালাই উপজেলার কর্মী ও সুধী সমাবেশে এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জয়পুরহাটের কালাইয়ে জামায়াতে ইসলামীর বিশাল কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ।
সোমবার (১১ নভেম্বর) দুপুর দুইটায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর কালাই উপজেলা শাখার আয়োজনে কালাই বাসস্টেন্ড চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

উক্ত সমাবেশে উপজেলার উলামা মাশায়েখ সভাপতি মাওলানা. মো. মোজাফ্ফর রহমান-এর সঞ্চালনায় জামায়াত ইসলামীর কালাই উপজেলা শাখার আমীর আব্দুর রউফ মন্ডল এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে রাখেন জামায়াতে ইসলামীর জয়পুরহাট জেলা আমীর ডাঃ ফজলুর রহমান সাইদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর জয়পুরহাট জেলা শাখার সেক্রেটারী, গোলাম কিবরিয়া মন্ডল, প্রচার ও মিডিয়া বিভাগীয় সেক্রেটারী রাশেদুল আলম সবুজ।

এছাড়াও বক্তব্য রাখেন,জেলা জামায়াতের শুরা সদস্য মাওলানা নূরুজ্জামান সরকার, কালাই উপজেলা নায়েবে আমীর অধ্যক্ষ মো.তাইফুল ইসলাম, বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলার সিনিয়র নেতা ও মাস্টার মাওলানা মুনছুর রহমান, জামায়াতে বাংলাদেশ ইসলামীর উপজেলা শাখার সেক্রেটারী প্রভাষক মো. আব্দুল আলীম, উপজেলা ইমাম সমিতির সভাপতি মওলানা ইমতিয়াজ আলী, মাদ্রাসা শিক্ষক পরিষদের সভাপতি অধ্যক্ষ মো. সাহেব আলী, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মাত্রাই ইউনিয়ন আমীর হাফেজ মো. আব্দুস সোবহান, উদয়পুর ইউনিয়ন আমীর মো. আব্দুস সোবহান, জামায়াতে ইসলামীর জিন্দারপুর আমীর মাওলানা মতিউর রহমান, পুনট ইউনিয়ন আমীর মো. আজিজুল হক, আহম্মেদাবাদ আমীর মো. গোলাম আজম, কালাই পৌরসভা জামায়াতের ভারপ্রাপ্ত আমীর মো. রফিকুল ইসলাম, উপজেলা শিবির সভাপতি মো. মাসুদ রানা সহ স্থানীয় জামায়াত-শিবিরের নেতৃবৃন্দরা

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon