শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪
 

অধ্যাপক বশিরকে ডিন থেকে অব্যহতি, ভারপ্রাপ্ত দায়িত্বে অধ্যাপক শামসুল

অনলাইন ডেস্ক
প্রকাশ: ১১ নভেম্বর ২০২৪

অধ্যাপক বশির আহমেদ (বামে) ও অধ্যাপক শামসুল আলম ডানে
জাবি প্রতিনিধি, ঢাকা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক বশির আহমেদকে অব্যাহতি দিয়েছে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট। রবিবার (১০ নভেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসানের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক সোহেল আহমেদ বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছেন। তিনি জানান, ৫ আগস্টের পর থেকে অধ্যাপক বশির আহমেদ অনুষদের কোনো একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রমে অংশ নেননি। এ কারণে অনুষদের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সিন্ডিকেটের পরামর্শে বিশ্ববিদ্যালয় অ্যাক্ট ১৯৭৩ এর ৮ (২) ধারা অনুসারে অধ্যাপক শামসুল আলমকে ডিনের ভারপ্রাপ্ত দায়িত্ব দেওয়া হয়েছে।

এছাড়া, অধ্যাপক শামসুল আলমকে পরীক্ষা নিয়ন্ত্রকের দায়িত্ব থেকেও অব্যাহতি দেওয়া হয়েছে এবং উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক ছালেহ আহম্মেদ খানকে পরীক্ষা নিয়ন্ত্রক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

এদিকে, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে ১৫ জুলাই রাতে শিক্ষক-শিক্ষার্থীদের ওপর হামলা ও অন্যান্য ঘটনায় অধ্যাপক বশির আহমেদের উস্কানির অভিযোগ তুলেছিল শিক্ষার্থীরা। এর পর ৫ আগস্ট থেকে শিক্ষার্থীরা ডিনের অফিসে তালা ঝুলিয়ে দেন। বৈষম্যবিরোধী আন্দোলন ও গণঅভ্যুত্থান রক্ষা আন্দোলনসহ একাধিক প্ল্যাটফর্মে তার অপসারণের দাবি জানানো হয়। সর্বশেষ রবিবার দুপুরে শিক্ষার্থীরা অধ্যাপক বশির আহমেদের অপসারণের দাবিতে আন্দোলন করেন।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon