কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি
পিরোজপুরের কাউখালীতে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) কাউখালী উপজেলা শাখার আয়োজনে, উপজেলা পর্যায়ে তিন দিন মেয়াদী আয়বর্ধন মূলক প্রশিক্ষণ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার ১২ নভেম্বর সকাল দশটায় বিআরডিবি প্রশিক্ষণ হলরুমে দারিদ্র মহিলাদের জন্য পল্লী কর্মসংস্থান সহায়তা প্রকল্পের আওতায় ২৪-২৫ অর্থ বছরে উপজেলা পর্যায়ে তিন দিন মেয়াদী আয়বর্ধন মূলক প্রশিক্ষণ কর্মসূচি বাস্তবায়ন করেন বিআরডিবি কাউখালী উপজেলা কার্যালয়।
প্রশিক্ষণ উদ্বোধন করেন, কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বজল মোল্লা। উপজেলা বিআরডিবি কর্মকর্তা শেখ মোঃ মনজুর এলাহীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ প্রদান করেন ,কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বজল মোল্লা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ প্রদান করেন, কাউখালী থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ সোলায়মান, উপজেলা ভেটেনারি সার্জন ডাক্তার মোঃ মিনহাজুল ইসলাম, উপজেলা সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা মারিয়া আক্তার। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কাউখালী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান। প্রশিক্ষণে উপজেলার বিভিন্ন এলাকা থেকে বিআরডিবি সমিতির বাছাইকৃত ৩০ জন নারী কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে এ প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।
মন্তব্য