জাবি প্রতিনিধি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজির (আইআইটি) বিশেষায়িত ল্যাব কমপ্লেক্স-এর উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (১২ নভেম্বর) সকালে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান অনলাইনে যুক্ত হয়ে এ ল্যাব কমপ্লেক্স উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. কামরুল আহসান আশাবাদ ব্যক্ত করে বলেন, ‘জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে আইআইটি স্ব-পরিচয়ে সুনাম অর্জন করবে। এই ল্যাব প্রতিষ্ঠার উদ্যোগের সাথে জড়িত সকলকে ধন্যবাদ ও অভিনন্দন।’
অনুষ্ঠানে উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ মাহফুজুর রহমান আইআইটির নিজস্ব অর্থায়নে এই অবকাঠামো নির্মাণের জন্য তাদেরকে সাধুবাদ জানান। তিনি বলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে বিশ্ব র্যাঙ্কিংয়ে এগিয়ে নিতে আইআইটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। আইআইটির এই প্রচেষ্টা অব্যাহত রাখার আহ্বান থাকবে সবসময়।
এছাড়াও উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সোহেল আহমেদ আইআইটির অগ্রযাত্রার ভূয়সী প্রশংসা করেন। অনুষ্ঠানে কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আবদুর রব, আইআইটির পরিচালক অধ্যাপক ড. এম শামীম কায়সারসহ ইনস্টিটিউটের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
মন্তব্য