বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪
 

পাইকগাছায় উপকূল দিবস পালিতপাইকগাছায় উপকূল দিবস পালিত

অনলাইন ডেস্ক
প্রকাশ: ১২ নভেম্বর ২০২৪

পাইকগাছায় উপকূল দিবস পালিতপাইকগাছায় উপকূল দিবস পালিত
এম জালাল উদ্দীন (খুলনা) পাইকগাছা
উপকূলের জলবায়ু বিপন্ন মানুষের সুরক্ষার জন্য জলবায়ু ন্যায্যতার দাবিতে পাইকগাছায় উপকূল দিবস পালিত হয়েছে।

পরিবেশবাদী সংগঠন বনবিবি এর আযোজনে মঙ্গলবার সকাল ১১ টায় নতুন বাজার চত্তরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, বনবিবি এর সভাপতি সাংবাদিক ও লেখক প্রকাশ ঘোষ বিধান। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেনে,কবি ও ছড়াকার এ্যাড. শফিকুল ইসলাম কচি।
বিশেষ অতিথি ছিলেন, নতুন বাজার ব্যবসাহী সমবায় সমিতির সভাপতি অশোক ঘোষ, সপ্তদ্বীপা সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক মাধুরী রানী সাধু, দপ্তর সম্পাদক রোজী সিদ্দিকী, শহিদ জিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সহকারি শিক্ষক ফাতেমা বেগম। আলোচনা সভায় বক্তৃতা করেন, কবি রাবেয়া আক্তার মলি, লিনজা আক্তার মিথিলা, পুষ্পিতা শীল জ্যতি, গৌতম ভদ্র, তৃষা বিশ্বাস, শাহিনুর রহমান, গনেশ দাশ প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বলেন, ১৯৭০ সালের ১২ নভেম্বর উপকূলের উপর দিয়ে বয়ে গিয়েছিল সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড়। এই ঘূর্ণিঝড়ে উপকূল লন্ডভন্ড করে দেয়। এই ঘূর্ণিঝড় গোটা বিশ্বকে কাপিয়ে দিয়েছিল। উপকূল দিবস সরকারি ভাবে পালন করলে উপকূলের সুরক্ষা, উপকূলের সংকট, সম্ভাবনা, বিকাশ ও নিরাপত্তা নিশ্চিত হবে।

অনুষ্ঠানের বক্তারা আরো বলেন, ৭০ এর ১২ নভেম্বর প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় ও নিহতদের স্মরণে বছরে অন্তত একটি বার সবাই মিলে আলোচনা করার জন্য উপকূলবাসীর পক্ষ থেকে ১২ নভেম্বরকে সরকারী ভাবে উপকূল দিবস ঘোষণার দাবী জানান। অনুষ্ঠানে স্কুল পর্যায় উপকূল বিষয়ক রচনা প্রতিযোগিতায় অংশগ্রহনকারীদের পুরুস্কার প্রদান করা হয়।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon