বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪
 

‘জুলাই ২৪ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ‘ এর মোড়ক উন্মোচন

অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৪

---
আলী হাসান মর্তূজা, জাবি প্রতিনিধি
চব্বিশের ছাত্র আন্দোলনে প্রথম প্রতিরোধ গড়ে তোলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় । শুধু তাই নয়, শহীদদের স্মরণে বাংলাদেশের প্রথম বৈষম্যবিরোধী শহীদ মিনারের ভিত্তি প্রস্তর স্থাপন করে  অবরুদ্ধ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়! সেই ইতিহাস এবং স্মৃতিকে অম্লান করে রাখতেই ‘সংস্কৃতি নগর’ এর প্রকাশনায় ‘জুলাই ২৪’ নামে একটি ট্যাবলয়েড পত্রিকা প্রকাশ করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
১২ নভেম্বর ২০২৪ বিকেল ০৫ টায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শহিদ মিনার প্রাঙ্গণে ২৪ এর গণঅভ্যুত্থান নিয়ে জাবি শিক্ষার্থীদের প্রকাশনা ‘জুলাই ২৪’ এর মোড়ক উন্মোচন ও প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়। এতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি অধ্যাপক মোহাম্মদ মাহফুজুর রহমান, প্রক্টর অধ্যাপক এ.কে. এম. রাশিদুল আলম, জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক মাফরুহি সাত্তার, জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোটের সভাপতি শরণ এহসান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অন্যতম সমন্বয়ক মেহরাব সিফাত, জুলাই ২৪ পত্রিকার সম্পাদনা পরিষদের সদস্যবৃন্দ সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

‘জুলাই ২৪’ পত্রিকাটি সম্পাদনা করেছেন বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের ৫২ তম আবর্তনের শিক্ষার্থী এস আই শিমুল, নির্বাহী সম্পাদনায় রয়েছে একই বিভাগের শিক্ষার্থী আতিকুজ্জামান শিবলু। সম্পাদনা সহযোগী হিসেবে রয়েছেন বাংলা বিভাগের ৫২ তম আবর্তনের শিক্ষার্থী কয়েফ সিয়াম, প্রিয়াংকা কর্মকার, এশা, ফাহিম, সিয়াম বেগ, ছোয়াদ চৌধুরী, মারিয়া, সীমান্ত ও দর্শন বিভাগের শিক্ষার্থী নিয়াজ রহমান। পত্রিকাটিতে মূলত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দের জুলাই ২৪ এর গণঅভ্যুত্থান সম্পর্কিত লেখা প্রকাশিত হয়েছে।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon