বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪
 

জাবিতে ইনস্টিটিউট অব রিমোট সেন্সিং এন্ড জিআইএস-এর স্নাতকোত্তর শ্রেণিতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৪

---
আলী হাসান মর্তূজা, জাবি প্রতিনিধি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ইনস্টিটিউট অব রিমোট সেন্সিং এন্ড জিআইএস-এর স্নাতকোত্তর (নিয়মিত) শ্রেণিতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৩নভেম্বর) বিকাল ৩টায় সমাজবিজ্ঞান অনুষদের গ্যালারিতে এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ভর্তি পরীক্ষায় ১৫টি ছাত্র এবং ১৫টি ছাত্রী আসনের বিপরীতে আবেদনকারীর সংখ্যা ছিল ২৫২ জন। এর মধ্যে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছে ১৮৬ জন শিক্ষার্থী।

বিকেলে উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ মাহফুজুর রহমান সমাজবিজ্ঞান অনুষদে ভর্তি পরীক্ষা পরিদর্শন করেন। এ সময় ইনস্টিটিউট অব রিমোট সেন্সিং এন্ড জিআইএস-এর পরিচালক অধ্যাপক ড. মুহম্মদ নজরুল ইসলামসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।  ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের আগামী ১৭ নভেম্বর ২০২৪ তারিখে মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। চূড়ান্তভাবে উত্তীর্ণ শিক্ষার্থীদের আগামী ০৪ ডিসেম্বর ২০২৪ তারিখ থেকে ক্লাস শুরু হবে।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon