শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪
 

সাংস্কৃতিক আগ্রাসনের বিরুদ্ধে জাবি থিয়েটারের তিনদিন ব্যাপি নাট্যোৎসব

অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৪

---
আলী হাসান মর্তূজা, জাবি প্রতিনিধি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে(জাবি) সাংস্কৃতিক আগ্রাসনের বিরুদ্ধে সাংস্কৃতিক প্রতিরোধ গড়ে তুলতে ‘ভাঙরে শেকল, আন্ রে আলো’ স্লোগানকে সামনে রেখে তিনদিন ব্যাপি নাট্যোৎসব ‘সংসক্তি সংঘট্ট’  আয়োজন করছে জাহাঙ্গীরনগর থিয়েটার।
বৃহস্পতিবার (১৪নভেম্বর) বিকেল চারটায় জাবি ছাত্র-শিক্ষক কেন্দ্রের কনফারেন্স রুমে এক সংবাদ সম্মেলনে এই উদ্যোগের কথা জানান জাহাঙ্গীরনগর থিয়েটারের সাধারণ সম্পাদক সাইয়েদা মেহের আফরোজ।
নাট্যোৎসব উপলক্ষে,  আগামী ১৫ নভেম্বর (শুক্রবার), ১৬নভেম্বর (শনিবার), ১৭নভেম্বর (রবিবার) রোজ সন্ধ্যায় জাবি পরিবহন চত্বরে অনুষ্ঠিত হবে সাংস্কৃতিক অনুষ্ঠান।
নাট্যোৎসবের প্রথম দিনে , উদ্বোধনী পরিবেশনায় জাহাঙ্গীরনগর থিয়েটার পদাতিক নাট্য সংসদ। পথ নাটক প্রদর্শনী, - পদাতিক নাট্য সংসদ নবরস।
দ্বিতীয় দিনে(১৬নভেম্বর) পথনাটক প্রদর্শনী, প্রাচ্যনাট জাহাঙ্গীরনগর থিয়েটার।  তৃতীয় দিনের কর্মসূচীতে থাকবে মুক্তির কবিতা ও গান, জাহাঙ্গীরনগর থিয়েটার ও বন্ধুরা।

এসময় তারা বিবৃতিতে উল্লেখ করেন, সাংস্কৃতিক কর্মীদের মাঝে থাকা স্বৈরতান্ত্রিক দালালরা সাংস্কৃতিক আগ্রাসনে ভূমিকা রাখছে।  অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের অবমাননা, উদ্দেশ্য প্রণোদিতভাবে নাটক বন্ধ, স্বৈরাচার পতন পরবর্তী সময়ে ২২ টি শিল্পকলায় ভাংচুরসহ অসংখ্য ভাষ্কর্য ভেঙে ফেলা, সংস্কৃতিকর্মীদের উপর বারংবার হামলা ইত্যাদি নিন্দনীয় ঘটনার জন্য তারা উদ্বেগ প্রকাশ করেন।

তারা আরও উল্লেখ করেন, স্বৈরাচার পতনে সাংস্কৃতিক কর্মীদের ভূমিকা রয়েছে। তবে তাদের মাঝেও কিছু স্বৈরতান্ত্রিক দালাল রয়েছে। সম্প্রতি দেশ নাটকের আজিজ বাবু অন্তর্বর্তীকালীন সরকার ও উপদেষ্টাদের অবমাননা করেছে। রাষ্ট্রীয় আইনে তার শাস্তি হতে হবে।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon