শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪
 

ছাত্র আন্দোলনে হামলাকারী কেই এই নারী নেত্রী রুমা

অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৪

 

তাতীলীগ নেত্রী রুমা

স্টাফ রিপোর্টার

গত ৫ আগস্ট ঢাকার বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হামলা, নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালানোর অভিযোগে রয়েছে তাঁতী লীগের নারী নেত্রী খোদেজা খাতুন রুমা বিরুদ্ধে। আইনের চোখে ধুলা দিয়ে ঘুরে বেড়াচ্ছেন ঢাকার অলিগলিতে।

গোপন সুত্রে জানা যায়, খোদেজা খাতুন রুমা ঢাকা মহানগর দক্ষিন শাহাবাগ তাঁতী লীগের সহ-সভাপতি নেত্রী ছিলেন। ছাত্র আন্দোলনে ছাত্রলীগ, যুবলীগ নেতাদের সাথে মিশে একাধিক ছাত্র ও ছাত্রীদের উপরে হামলা চালায় এই তাঁতী লীগ নেত্রী রুমা। রুমার বিরুদ্ধে অবৈধ অস্ত্রব্যাবহার মানুষকে ভয়ভীতি দেখানোর অভিযোগ রয়েছে। এছাড়াও রুমার বিরুদ্ধে মাদক ব্যবসা, নারীদের দিয়ে দেহব্যবসা, একাধিক বিবাহ করে প্রতারণাসহ অসংখ্য অভিযোগ রয়েছে। কেই এই তাঁতী মহিলা লীগ নেত্রী আলোচিত রুমা।

---

রাজনৈতিক সূত্রে জানা যায়, শাহবাগ এলাকায় সব সময় ব্যাপক আলোচনায় থাকতেন এই নারী নেত্রী। যেকোনো প্রোগ্রামে সবার সামনে স্লোগান দিতেন তিনি, রয়েছে একাধিক আওয়ামী লীগের নেতা কর্মীদের সাথে ফটোসেশন। চাঁদাবাজি, দখলবাজি, ফুটপাত দখলসহ এমন কোন কাজ নেই যে এই নেত্রী না করেছেন। তবে সরকার গনঅভ্যুত্থানের পরে এই মহিলা নেত্রী গা ডাকা দিয়েছেন, গত কয়েকদিন তাকে ঢাকার মিরপুর এলাকায় আদালত পাড়ায় দেখা গেছে।

কেন গ্রেফতার হচ্ছেনা এই নারী নেত্রী। এমন প্রশ্নের জবাবে এক ব্যক্তি জানান, বিএনপির একাধিক নেতার সাথে তার সখ্যতা রয়েছে, রয়েছে প্রেমের সম্পর্ক। তাই অলিগলিতে ঘুড়ে বেড়ালেও গ্রেফতার করছেনা পুলিশ।

আরো আসছে বিস্তারিত…….

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon