শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪
 

পাথরঘাটায় ছোট ভাইয়ের উপর হামলা করে হাত-পা ভেঙে দিলো বড় ভাই

অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৪

---
মো.জিয়াউল ইসলাম, পাথরঘাটা, বরগুনা
জমিজমা সংক্রান্ত পূর্ব শত্রুতার জেরে দলবল নিয়ে ছোটো ভাইয়ের উপর হামলা করে হাত-পা ভেঙে দেয়ার অভিযোগ উঠছে বড় ভাই  হাসেন আলীর বিরুদ্ধে  বর্তমান ছোট ভাই হোসেন আলি গুরুতর আহত হয়ে  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়ে ঢাকা পঙ্গু হাসপাতালে ভর্তি
বিষয় নিশ্চিত করেছেন পাথরঘাটা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মেহেদী হাসান।
গত ১৩ নভেম্বর রোজ বুধবার বিকাল ৪টার দিকে বরগুনার পাথরঘাটা উপজেলা চরদুয়ানি ইউনিয়নের ৭নং ওয়ার্ড মঠেরখাল গ্রামে  এ হামলার  ঘটনা ঘটে। সরেজমিনে খোঁজ নিয়ে জানা যায়, ছোট ভাই হাসেন আলী(৬৮) এবং বড় ভাই হাসেন আলী(৭২) এর সাথে দীর্ঘদিন জমিজমা সংক্রান্ত বিরোধ চরমভাবে চলে আসছে। গত বুধবার বিকাল চারটার দিকে ছোমেদ আলীর  ছেলে হোছেন আলী আসরের নামায নামায আদায় যাওয়ার পথে বড় হাসেন আলির ছেলে -মেয়ে ও স্বজনরা  অতর্কিত হামলা করে হাত-পা ভেঙে দিয়ে ফেরে রেখে চলে যায়। সেখান থেকে প্রতিবেশীরা উদ্ধার করে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়ে ঢাকা পঙ্গু হাসপাতালে নিয়ে যায় বর্তমান সেখানে চিকিৎসাধীন অবস্থায় আছে।

এবিষয়  হোসেন আলির ছেলে শহিদুল ইসলাম (৩৫) বাদী হয়ে ৪জন কে আসামী করে পাথরঘাটা থানায় একটি মামলা এজাহার ভুক্ত মামলা দায়ের করে।
শহিদুল ইসলাম  বলেন, আসামীরা আমার একই বাড়ির লোক তারা  খুবই খারাপ প্রকৃতির লোক। গায়ের জোড়ে চলা ফেরা করে। আইন আদালত তোয়াক্কা করে না। আমার বড় চাচার  সাথে অনেক পূর্ব হতে পারিবারিক বিষয় নিয়ে বিরোধ আছে।  উক্ত বিরোধের কারনে আমার চাচা ও তার ছেলেরা  আমাদের বিভিন্নভাবে ক্ষতিসাধনে লিপ্ত ব্যস্ত থাকেন। ঘটনার দিন  বিকাল অনুমান ৪টার  সময় আমার বাবা  মোঃ হোচেন আলী আসরের নামাজ পরার জন্য বাড়ি থেকে রওয়ানা করে বড় চাচা মোঃ হাচেন আলী হাওলাদার এর বসত ঘরের পূর্ব পার্শ্বে কাচা রাস্তার উপর পৌছামাত্র উল্লেখিত আসামীরা সহ অজ্ঞাতনামা ২/৩ জন  পূর্বপরিকল্পিতভাবে বেআইনীজনতাবদ্ধে লোহার রড, জিআই পাইপ, হাতুরি, গাবগাছের কচা নিয়ে  পথরোধ করিয়া আব্বাকে  ঘিরে ফেলে।

তখন হামলা কারীরা বাবার  সাথে অহেতুক তর্কে জড়ায় ও এলোপাথারীভাবে পিটাইয়া শরীরের বিভিন্ন স্থানে ফুলা জখম করে তাদের হাতে থাকা লোহার রড দিয়ে খুন করার উদ্দেশ্য মাথা লক্ষ্য করে  ‘পিটান মারে। উক্ত পিটান  ডান হাত দিয়ে ঠেকাইতে গেলে উক্ত ডান হাতের কনু এবং কবজার মাঝে পড়িয়া গুরুতর হাড়ভাঙ্গা জখম হয়। হাতে থাকা জিআই পাইপ দিয়ে খুন করার উদ্দেশ্য  মাথা লক্ষ্য করিয়া আঘাত করিলে প্রাণে রক্ষার জন্য মাটিতে লুটিয়ে পরিয়া ডান পা দিয়া আঘাত ঠেকাইতে গেলে  ডান পায়ের গোড়ালির উপরে পড়ে  গুরুতর হাড়ভাঙ্গা জখম হয়। বাবার  লুঙ্গির ডান কোচরে থাকা টিলার মেশিন ক্রয়ের ৬৭,০০০/- টাকা ছিনিয়ে নিয়ে যায়। তার স্থানীয় লোজনের  সহযোগিতায় পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎস প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ নিয়ে গেলে সেখান থেকে ঢাকার হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য রেফর্ড করে।
এবিষয় অভিযুক্ত হাসেন আলীর কাছে জানতে চাইলে তিনি জানান আমার ছোটো ভাইয়ের গ্রুপ সকালে ৯টার দিকে আমার পরিবারের উপর হামলা চালায় বর্তমানে আমার পুত্রবধূ গুরুতর আহত অবস্থা পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছে বিকালে যে ঘটনা ঘটেছে সেটা ছিলো হালকাপাতলা সেখানে হাত-পা ভেঙে দেয়ার অভিযোগ মিথ্যা।

মামলার বিষয় পাথরঘাটা থানায়  যোগাযোগ করলে ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদী হাসান জানান, মঠেরখাল এলাকায় একটি মারামারির ঘটেছে। ফোর্স পাঠিয়ে পরিবেশ শান্ত রয়েছে। আহত ব্যক্তিদের উদ্ধার করে হাসপাতালে চিকিৎসা চলছে। এবিষয়ে আহত ব্যক্তির ছেলে শহিদুল ইসলাম বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। এজাহার ভুক্ত আসামি গ্রেফতারের চেস্টা অব্যাহত রয়েছে।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon