শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪
 

ঢাকা কলেজের কনসার্টে থাকছে না বহিরাগত কোন মেয়ে

অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৪

---
ঢাকা কলেজ, প্রতিনিধি
ঢাকা কলেজের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান, হল সংস্কার, জুলাই আন্দোলনে আহত শিক্ষার্থীদের চিকিৎসার ব্যয় বহন এবং জুলাই আন্দোলনে শিক্ষার্থীদের আত্মত্যাগ ও সাহসিকতা গ্রাফিতি প্রদর্শন নিয়ে শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেন ঢাকা কলেজের অধ্যক্ষ, অধ্যাপক এ কে এম ইলিয়াস।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) রাত ৮.৩০টায় উপমহাদেশের ঐতিহ্যবাহী ঢাকা কলেজের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান উপলক্ষে ঢাকা কলেজ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের সাথে  মতবিনিময় করেন ঢাকা কলেজের অধ্যক্ষ এ কে এম ইলিয়াস। এসময় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠান সুষ্ঠভাবে বাস্তবায়নে শিক্ষার্থীদের সার্বিক সহযোগিতার প্রত্যাশা করেন অধ্যক্ষ মহোদয়।

ঢাকা কলেজ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক জিহাদ হোসেন বলেন, উপমহাদেশের ঐতিহ্যবাহী কলেজগুলোর মধ্যে ঢাকা কলেজ অন্যতম। ৫২ এর ভাষা আন্দোলন, ৭১ এর মুক্তিযুদ্ধ এবং যুগ যুগ ধরে  ইতিহাস ও ঐতিহ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ঢাকা কলেজ। আমরা এই সাংস্কৃতিক অনুষ্ঠানের পক্ষে আছি। আমাদের পক্ষ থেকে অনুষ্ঠান সুষ্ঠভাবে সম্পন্ন করার জন্য সর্বোচ্চ সহযোগিতা থাকবে। কিন্তু আমরা শুনতেছি কনসার্ট সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হচ্ছে। অর্থাৎ বহিরাগতদের ঠুকতে দেওয়া হবে। যদি বহিরাগত বিশেষ করে মেয়েদের থাকার  সুযোগ দেওয়া হয় তাহলে বিশৃঙ্খলা সৃষ্টি হবে। এতে কলেজের সম্মানহানি হবে। তাই এমন কোন পদক্ষেপ নিবেন না যাতে আমাদের কলেজ নিয়ে কেউ আঙুল তোলার সুযোগ পায়।

এসময় সমন্বয়করা হল সংস্কার এবং জুলাই আন্দোলনে আহত শিক্ষার্থীদের চিকিৎসার ব্যয়বহনের দাবি করেন কলেজ প্রশাসনের কাছে । আমরা ৫২ ও ৭১ এর আত্মত্যাগের ইতিহাস সবাই জানি। ৫২ ও ৭১ এর মতো ২৪ এর জুলাই আন্দোলনে ছাত্রদের আত্মত্যাগ এবং সাহসিকতা জাতির সামনে তুলে ধরা প্রয়োজন। এর জন্য গ্রাফিতির প্রদর্শনী করা যেতে পারে।

তিনি আরো বলেন, জুলাই আন্দোলনে আমাদের কলেজের যে সকল শিক্ষার্থীরা আহত হয়েছে তাদের কলেজের পক্ষ থেকে চিকিৎসার ব্যবস্থা করতে হবে। এছাড়াও হলের শিক্ষার্থীরা বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছে। যেমন কয়েকদিনের মধ্যেই হল থেকে অনেকের সাইকেল এবং মোবাইল সহ অনেক কিছু চুরি হয়েছে। এতে শিক্ষার্থীরা নিরাপত্তাহীনতার স্বীকার হচ্ছে। হল সংস্কারের অংশ হিসেবে প্রতি হলে সিসি ক্যামেরা দিলে এই অনাকাঙ্ক্ষিত ঘটনার সমাধান হবে বলে আশা করি। এছাড়া ক্যাম্পাস এবং হল এরিয়াতে ডেঙ্গু মশার ব্যাপক উপদ্রব দেখা যাচ্ছে। অতি দ্রুত ডেঙ্গু মশা নিধনের ব্যবস্থা করতে হবে।

অধ্যক্ষ এ কে এম ইলিয়াস স্যার শিক্ষার্থীদের আশ্বস্ত করে বলেন, ডেঙ্গু মশা নিধনে সপ্তাহে ১ দিন করে প্রয়োজনে ২-৩ দিন পরিষ্কার অভিযান এবং স্প্রে করা হবে। সিসি ক্যামেরার ব্যবস্থা খুব তাড়াতাড়ি করা হবে।

তিনি আরো বলেন, এই বয়সে তোমাদের মেয়ে নিয়ে অনুষ্ঠান করার কথা ছিল। সেখানে তোমরাই বহিরাগত মেয়েদের থাকার ব্যাপারে আপত্তি করছো, এতে আমাদের কোন কথা নেই। এই অনুষ্ঠানে বহিরাগত কোন মেয়ে থাকতে পারবে না। এখানে শুধু ঢাকা কলেজের বর্তমান এবং প্রাক্তন শিক্ষার্থীরা থাকবে। এটা হবে বর্তমান এবং প্রাক্তনদের মিলনমেলা।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon