আশিকুর রহমান, জবি প্রতিনিধি:
ডুয়েট ডিবেটিং সোসাইটি আয়োজিত আন্ত:বিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতায় চূড়ান্ত পর্বে চ্যাম্পিয়ন হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ডিবেট অর্গানাইজেশন ও রানার আপ হয় জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ডিবেটিং সোসাইটি।
শনিবার (১৬ নভেম্বর) ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) শহিদ আহসানউল্লাহ মাস্টার অডিটোরিয়ামে ‘বিপ্লবী বাংলা ২.০ আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা ২৪’ অনুষ্ঠিত হয়।
এর আগে টুর্নামেন্টের সেমিফাইনালে ঢাকা বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটিকে পরাজিত করে ফাইনালে উঠে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি। ফাইনালে তাদের প্রতিপক্ষ ছিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ডিবেট অর্গানাইজেশন।
এই প্রতিযোগিতার “ডিবেটর অফ দ্যা টুর্নামেন্ট” ও রানার্সআপ দলের(জবি) বিতার্কিক মইন আল মুবাশ্বির বলেন, ২০২৩ সাল থেকে জবি ডিবেটিং সোসাইটির সাফল্য চোখে পড়ার মতো,এরই ধারাবাহিকতায় ডুয়েট কর্তৃক আয়োজিত প্রতিযোগিতায় আমরা এই সাফল্য অর্জন করেছি।তিনি আরো বলেন,আমরা জাতীয় পর্যায়ে ভালো করছি এখন কিন্তু দীর্ঘদিন যাবত জবি ডিবেটিং সোসাইটির কোনো কমিটি না থাকায়, ভবিষ্যতে নতুন বিতার্কিকদের মাঝে এই সাফল্য ধরে রাখার ব্যাপারে আশঙ্কা ব্যক্ত করছি।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এর উপাচার্য অধ্যাপক ড. মো. জয়নাল আবেদিন। বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আরেফিন কাওসার ও ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. উৎপল কুমার দাস।
মন্তব্য