শনিবার, ১১ জানুয়ারী ২০২৫
 

জবিস্থ কুমিল্লা জেলা ছাত্রকল্যাণ সংসদের নেতৃত্বে জোবায়েদ-আকাশ

অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৪

 ---

আশিকুর রহমান, জবি প্রতিনিধি
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) কুমিল্লা জেলা ছাত্রকল্যাণ সংসদের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হয়েছেন বিশ্ববিদ্যালয়ের ১৫ তম ব্যাচের পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী জোবায়েদ হাসান এবং সাধারন সম্পাদক হিসেবে ১৬ তম ব্যাচের হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থা বিভাগের শিক্ষার্থী আলী হায়দার আকাশ নির্বাচিত হয়েছেন।
রবিবার কুমিল্লা জেলা ছাত্র কল্যাণ সংসদের সাবেক সভাপতি ও সাধারন সম্পাদক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে আগামী এক বছরের জন্য ২১ সদস্যের এই আংশিক কমিটি ঘোষণা করা হয়।
কমিটির সিনিয়র সহ-সভাপতি মেহেদী হাসান শুভ, সিনিয়র যুগ্মসম্পাদক: শাহিল মোহাম্মদ সাদ ও যুগ্ম সম্পাদক হিসেবে তারেক হাসান, ফারহান তানভীর, এমদাদুল হক তুহিন, আনোয়ার হোসাইন ও একরাম হোসেন নির্বাচিত হয়েছেন।
কমিটিতে সাংগঠনিক সম্পাদক হিসেবে, এ.কে. সিদ্দিকী জামিল, মোঃ জাহিদুল ইসলাম, নাজমুস শাহাদাৎ শাফিন, সুমাইয়া তাবাসুম, ফয়সাল আহমেদ ও মুহাইমিনুল হক জিদ্দান নিযুক্ত হয়েছেন।
এছাড়া দপ্তর সম্পাদক হিসেবে মোঃ সাদ্দাম হোসেন, প্রচার সম্পাদক: মোঃ ফয়সাল হোসেন,অর্থ সম্পাদক: মেহেদী হাসান জনি ও সাহিত্য সম্পাদক: জোবায়ের হোসেন বাবর নির্বাচিত হয়েছেন।
উল্লেখ্য, কমিটির উপদেষ্টা মন্ডলী হিসেবে স্বাক্ষর করেছেন সঞ্জিত কুমার দেব জনি, মোঃ হুমায়ন কবির, মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন ও রেজাউল করিম তাহসান।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon