শনিবার, ১১ জানুয়ারী ২০২৫
 

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে নানা সুসংবাদ দিয়ে চবি দিবস উদযাপন

অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৪

---
মোঃ আবু তৈয়ব, হাটহাজারী, চট্টগ্রাম, ( প্রতিনিধি) :
চবিতে অনলাইনে ফি জমা দেয়া শুরু।নানা সুসংবাদ দিয়ে চবি দিবস উদযাপন।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সকল ফি সোনালী ব্যাংকের মাধ্যমে অনলাইনে জমা দেয়ার কার্যক্রম উদ্বোধন করা হয়েছে (১৮ নভেম্বর, ২০২৪) ৫৯তম চবি দিবসে।
চবি উপাচার্য প্রফেসর ড. ইয়াহ্ইয়া আখতার চবি দিবস উপলক্ষ্যে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে শিক্ষার্থীবান্ধব এ সুন্দর আয়োজনের শুভ উদ্বোধন করেন।
চবি উপাচার্য নতুন প্রশাসনের জুলাই বিপ্লবের পরে দ্রুত ক্যাম্পাস খোলা, মেধার ভিত্তিতে হলে সিট বরাদ্দ দেয়া, লাইব্রেরি খোলা রাখার সময় বৃদ্ধি ও শাটল ট্রেনের সংখ্যা বাড়ানো ইত্যাদি বিষয়ে জোর দেওয়ার কথা বলে।
তিনি বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় একটা পরিবার। এর উন্নতি করতে হলে সকলের সহযোগিতা প্রয়োজন। দুঃখজনক বিষয় হচ্ছে, সকলের সহযোগিতা পাচ্ছিনা। অধিকাংশ শিক্ষক ক্লাস নিলেও এখনো কেউ কেউ নিয়মিত ক্লাস নেন না। কেউ কেউ চবি ওয়েব পোর্টালে তথ্য আপডেট করেন না। র‍্যাংকিংয়ের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের অবস্থান বাড়াতে হলে সম্মানিত শিক্ষকদের গবেষণা ও অন্যান্য একাডেমিক কার্যক্রমের তথ্য আপডেট করতে হবে। উচ্চ শিক্ষার মানোন্নয়নে যোগ্য শিক্ষক নিয়োগ দিতে হবে।  আর সেজন্য নিয়োগের নিয়ম-নীতি বদলাতে হবে।
চবি ভিসি আরো বলেন, আমরা শীঘ্রই চাকসু নির্বাচন দিবো। ক্যাম্পাসের মধ্যে অল্প ভাড়ায়  ট্রান্সপোর্টের ব্যবস্থা করবো। শীঘ্রই জো বাইক ও ইলেকট্রনিক বাইক চালু করবো। আবাসিক হলগুলোতে ওয়াশিং মেশিনের ব্যবস্থা করবো। মাদকমুক্ত ক্যাম্পাস গড়ার জন্য আবাসিক শিক্ষার্থীদের ডোপ টেস্ট করাবো। ক্যাম্পাসে নারী নির্যাতন প্রতিরোধে নারী শিক্ষার্থীদের জন্য নারী উপদেষ্টা নিয়োগ করা হবে। শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যের উন্নয়নে মেডিকেল সেন্টারে নারী শিক্ষার্থীদের জন্য নারী কাউন্সিলর ঠিক করা হবে। শিক্ষার্থীদের অধিকার সর্বতোভাবে প্রতিষ্ঠা করা হবে। কেউ তার খাতা পুনর্মূল্যায়ন করতে চাইলে তাকে সে সুযোগ দিতে হবে। আমরা সব সময়  সর্বোচ্চ সেবা দিতে চাই। আত্মসমালোচনার মাধ্যমে এগিয়ে যেতে চাই।
আলোচনা অনুষ্ঠানে উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান বলেন, চবির অনেক অর্জন আছে। সকলের সমন্বয়ে অগ্রগতি সাধন করতে হবে। সবাইকে ভূমিকা রাখতে হবে। টোটাল কোয়ালিটি মানাজেমেন্টের জন্য সকলের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। তিনি চবি শিক্ষক-শিক্ষার্থীদের জন্য শহর থেকে একটি আলাদা রাস্তা নির্মাণ ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে সম্পূর্ণ আবাসিক বিশ্ববিদ্যালয়ে পরিণত করার দাবি জানান।
৫৯তম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন কমিটির আহ্বায়ক ও চবি উপ-উপাচার্য প্রফেসর ড. কামাল উদ্দিন বলেন, চবির সকল বিভাগে পরীক্ষা ও ক্লাস চলমান রাখা ও শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এবারের আয়োজন খুব সীমিত পরিসরে করা হয়েছে। সবাই পাশে থাকলে অনেক এগিয়ে যাওয়া সম্ভব। ইতোমধ্যেই চবির নতুন প্রশাসন বেশ কিছু ভালো উদ্যোগ নিয়েছে। তবে এককভাবে চবির উন্নয়ন সম্ভব নয়, এজন্য সকলের আন্তরিক সহযোগিতা প্রয়োজন। তিনি অনুষ্ঠান সফল করায় সকলকে ধন্যবাদ জানান এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন।
চবি প্রক্টর প্রফেসর ড. তানভীর মোহাম্মদ হায়দার আরিফের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন চবি বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ আল-আমীন, শামসুন্নাহার হলের প্রভোস্ট প্রফেসর ড. বেগম ইসমত আরা হক, চবি সিন্ডিকেট সদস্য ড. নঈম উদ্দিন হাছান আওরঙ্গজেব চৌধুরী ও চবি ছাত্র উপদেষ্টা ড. মো. আনোয়ার হোসেন।
অনুষ্ঠানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শাহাদাতবরণকারী ও আহত শিক্ষার্থীদের জন্য বিশেষ দোয়া করা হয়।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon