শনিবার, ১১ জানুয়ারী ২০২৫
 

চবি অধ্যাপক মনজুরুল কিবরিয়া পেলেন সেরা নদী বিজ্ঞানীর পুরস্কার

অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৪

---
মোঃ আবু তৈয়ব, হাটহাজারী, চট্টগ্রাম, ( প্রতিনিধি) :
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রাণিবিদ্যা বিভাগের  প্রফেসর ও হালদা নদী গবেষক ড. মোঃ মনজুরুল কিবরিয়া শ্রীলঙ্কার কলম্বোর কেলানিয়া বিশ্ববিদ্যালয়ে গত ৮-৯ নভেম্বর অনুষ্ঠিত তৃতীয় আন্তর্জাতিক নদী কংগ্রেসে ‘Best River Scientist Award 2024′ এ ভূষিত হয়েছেন। তিনি ১৭ নভেম্বর সকালে সম্মাননা ক্রেস্ট নিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের  উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতারের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।
মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোঃ মনজুরুল কিবরিয়াকে আন্তরিক অভিনন্দন জানান এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গবেষণা কার্যক্রমকে সকলে মিলে এগিয়ে নেয়ার জন্য উৎসাহ প্রদান করেন।
উল্লেখ্য, উক্ত পুরস্কার প্রফেসর ড. মোঃ মনজুরুল কিবরিয়াকে তুলে দেন কেলানিয়া বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. নিলানথি ডি সিলভা। হালদা নদীর জীববৈচিত্র্য এবং নদীপাড়ের জনসচেতনতা তৈরিতে প্রফেসর ড. মোঃ মনজুরুল কিবরিয়া এর আগেও একাধিক জাতীয় এবং আন্তর্জাতিক পুরস্কারে ভূষিত হন।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon