মঙ্গলবার, ৩ ডিসেম্বর ২০২৪
 

রূপগঞ্জে আহত সাংবাদিক জাহাঙ্গীরকে দেখতে হাসপাতালে যুবদল নেতা দুলাল

অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৪

---
রাকিব উদ্দিন ফয়সাল, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

নারায়ণগঞ্জের রূপগঞ্জে সংবাদ প্রকাশের জেরে ছাত্রদল ক্যাডার ইয়াসিন ও তার বাহিণীর হামলায় আহত হওয়া কালবেলার সাংবাদিক জাহাঙ্গীর মাহমুদকে দেখতে গেলেন হাসপাতালে কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক দুলাল হোসেন। মঙ্গলবার দুপুরে উপজেলার গোলাকান্দাইল এলাকার আল-রাফি হাসপাতালে ভর্তি থাকা সাংবাদিক জাহাঙ্গীর মাহমুদের সাথে দেখা করেন তিনি। এসময় দুলাল হোসেন এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, সাংবাদিকরা একটি জাতির চতুর্থ স্তম্ভ। সংবাদ প্রকাশের জেরে জাহাঙ্গীরের উপর যে হামলার ঘটনা ঘটেছে। এটি অত্যন্ত ন্যাক্কারজনক। গনমাধ্যমকে তার স্বাধীনতা দিতে হবে।
এ ঘটনায় সাংবাদিক জাহাঙ্গীর মাহামুদের উপর সন্ত্রাসীদের হামলার ঘটনায় রূপগঞ্জ প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ও দৈনিক কালেরকন্ঠের সাংবাদিক রাসেল আহমেদ বাদী হয়ে সন্ত্রাসী ইয়াছিন মিয়া ওরফে ফেন্সি ইয়াছিন, কাজল, রাব্বিল,ইমন, রকিসহ অজ্ঞাত ৪০ থেকে ৫০ জনকে আসামী করে রূপগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। পরে গত ১৭ নভেম্বর রাত ১১টার দিকে কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রকিবুল ইসলাম রাকিব ও সাধারন সম্পাদক নাছির উদ্দিন নাছির বহিষ্কারের এ সিদ্ধান্ত অনুমোদন করেন।এসয়ম উপস্থিত ছিলেন দাউতপুর ইউনিয়ন বিএনপির তথ্য ও গবেষণা সম্পাদক সাইফুল ইসলাম,বিএনপি  নেতা সালাউদ্দিন প্রমুখ।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon