এম জালাল উদ্দীন (খুলনা)পাইকগাছা
পাইকগাছায় নগদ টাকা ও জুয়ার সরঞ্জামসহ ৪ জুয়াড়িকে আটক করেছে থানা পুলিশ। মঙ্গলবার দুপুরে আটককৃত সকলকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে উপজেলার সোলাদানা ইউনিয়নের পশ্চিম দীঘা গ্রামের জামিনী মন্ডলের চায়ের দোকানের উত্তরের ফাঁকা ঘরে টাকা দিয়ে জুয়া খেলা অবস্থায় তাদেরকে আটক করা হয়। এসময়ে থানার উপ-পুলিশ পরিদর্শক রায়হানুল করিম ও সহকারী উপ-পুলিশ পরিদর্শক আলতাফ মাহমুদ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে পশ্চিম দীঘা গ্রামের ঠাকুরদাস সানার ছেলে উত্তম কুমার সানা (৪৫), একই এলাকার উপেন্দ্রনাথ সানার ছেলে বনমালী সানা (৫৫), দক্ষিণ কাইনমুখী গ্রামের দিয্যবর মন্ডলের ছেলে চিত্ত মন্ডল (৪৭) এবং নিরঞ্জন মন্ডলের ছেলে তপন কুমার মন্ডল (৪২),কে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে নগদ টাকা এবং জুয়ার সরঞ্জাম জব্দ করা হয়।
পাইকগাছা থানার নবাগত অফিসার ইনচার্জ মোঃ সবজেল হোসেন এর কাছে জানতে চাইলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ৪ জুয়াড়ির নামে থানায় মামলা হয়েছে ও তাদের সকলকে মঙ্গলবার দুপুরে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
মন্তব্য